ঢাকা, শনিবার, ১৫ আষাঢ় ১৪৩১, ২৯ জুন ২০২৪, ২১ জিলহজ ১৪৪৫

জাতীয়

ইন্দুরকানীতে নারীর ভাসমান মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৬ ঘণ্টা, জুন ২, ২০২২
ইন্দুরকানীতে নারীর ভাসমান মরদেহ উদ্ধার

পিরোজপুর: পিরোজপুরের ইন্দুরকানীতে অজ্ঞাতপরিচয় এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে।  

বৃহস্পতিবার (০২ জুন) দুপুরে উপজেলার চন্ডিপুর এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

ইন্দুরকানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এনামুল হক জানান, ওই দিন দুপুরে স্থানীয়দের দেয়া তথ্যের ভিত্তিতে উপজেলার চন্ডিপুর ইউনিয়নের চন্ডিপুর গ্রামের কচা নদীর চর বলেশ্বর এলাকার পশ্চিম তীরে ভাসমান অবস্থায় ওই নারীর মরদেহ পাওয়া যায়।

ধারণা করা হচ্ছে, ১০-১২ দিন আগে তাকে পরিকল্পিতভাবে হত্যা করে নদীতে ফেলা হয়েছে। তার শরীরে ২০টি ইট বাঁধা ছিল। এ সময় তার পরনে সেলোয়ার ও গায়ে ব্লাউজ ছিল। মরদেহটি উদ্ধার করে মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। ধারণা করা হচ্ছে ওই নারীর বয়স ২৫-৩০ বছর হবে।

বাংলাদেশ সময়: ১৯৫৮ ঘণ্টা, জুন ০২, ২০২২
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।