ঢাকা, রবিবার, ৩ আষাঢ় ১৪৩১, ১৬ জুন ২০২৪, ০৮ জিলহজ ১৪৪৫

জাতীয়

নিখোঁজ কিশোরকে উদ্ধার করে পরিবারে ফিরিয়ে দিল পুলিশ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭১৬ ঘণ্টা, জুন ৯, ২০২২
নিখোঁজ কিশোরকে উদ্ধার করে পরিবারে ফিরিয়ে দিল পুলিশ

দিনাজপুর: দিনাজপুর হাকিমপুর উপজেলায় নিখোঁজ হওয়ার ১১ দিন পর আকাশ অধিকারী (১৬) নামে এক কিশোরকে উদ্ধার করেছে পুলিশ।  

উদ্ধারের পর বুধবার (৮ জুন) সকালে শিশুটিকে তার বাবার কাছে হস্তান্তর করা হয়।

সোমবার (৬ জুন) উপজেলার বাংলা হিলি বাজার থেকে তাকে উদ্ধার করা হয়।  

এর আগে, ২৭ মে ( শুক্রবার) নিজ বাড়ি খুলনা থেকে ট্রেনযোগে সে হিলিতে আসে।  

উদ্ধার হওয়া আকাশ অধিকারী খুলনা জেলার ডুমুরিয়া উপজেলা টিকনা গ্রামের নবীন অধিকারীর ছেলে।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়,২৭ মে (শুক্রবার) সয়াবিন তেল কিনতে সে বাড়ি থেকে বের হয় ট্রেনে করে দিনাজপুর হিলিতে আসে। সোমবার (৬ জুন) বাংলা হিলি বাজারে আকাশকে একা একা চলাফেরা করতে দেখে পুলিশ থানা নিয়ে আসে জিজ্ঞাসাবাদ করে। পরে তার পরিচয় শনাক্ত হলে তার পরিবারকে অবহিত করে পুলিশ। আকাশ অধিকারীর মাঝেমধ্যে মানসিক ভারসাম্যহীনতা দেখা দেয়। এর আগে, নিখোঁজ হয়ে দুই বছর পর তাকে পার্শ্ববর্তী দেশ ভারত থেকে উদ্ধার করা হয়েছিল।

বিষয়টি নিশ্চিত করে হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাইরুল বাসার বলেন, কিশোরটিকে ৬ জুন উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়। এরপর থেকে সে আমাদের হেফজতেই ছিল। নারী-শিশু হেল্প ডেস্কের মাধ্যমে তার সংশ্লিষ্ট থানায় যোগাযোগ কওে তার পরিচয় নিশ্চিত করা হয়। বুধবার কিশোরটিকে তার বাবার কাছে হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ সময়: ০৭১২ ঘণ্টা, জুন ০৯, ২০২২
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।