ঢাকা, রবিবার, ২ আষাঢ় ১৪৩১, ১৬ জুন ২০২৪, ০৮ জিলহজ ১৪৪৫

জাতীয়

রায়পুরে তিনজনের অস্বাভাবিক মৃত্যু 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৩ ঘণ্টা, জুন ১৪, ২০২২
রায়পুরে তিনজনের অস্বাভাবিক মৃত্যু 

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরের রায়পুরে বজ্রপাতে একজনের মৃত্যু হয়েছে। এছাড়া উপজেলার চর মোহনা ইউনিয়নে দক্ষিণ রায়পুর গ্রামে এক কিশোরী এবং এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।

তবে আত্মহত্যার কারণ এখনো জানা যায়নি৷ 

রায়পুর থানা সূত্রে জানা গেছে, উপজেলার দক্ষিণ চরবংশী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের চরকাছিয়া গ্রামের মিজি বাড়ির আব্দুল আজিজ (২৫) নামে এক যুবকের বজ্রপাতে মৃত্যু হয়েছে।  

মঙ্গলবার (১৪ জুন) বেলা সাড়ে ১১টার দিকে ওই যুবক টুনুরচরে কাজ করতে যাচ্ছিলেন। পথে তিনি ঝড়ের কবলে পড়লে মিয়ারহাট নয়াদাগ মসজিদের পাশে বজ্রপাতের শিকার হয়ে ঘটনাস্থলেই মারা যান।  

তিনি ওই এলাকার হোসেন আলীর ছেলে এবং পেশায় একজন কৃষক। খবর পেয়ে হাজীমারার পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে যান।  
এদিকে উপজেলার চরমোহনা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের দক্ষিণ রায়পুর গ্রামের পুরাতন দর্জি বাড়িতে ফাতেমাতুজ জোহরা ওরফে স্মৃতি (১৭) নামে এক কিশোরী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। সে ওই বাড়ির মো. শহীদুল্লাহ ও নাসরিন আক্তার দম্পতির মেয়ে।  

পুলিশ জানায়, মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে তাদের বসতঘরের আড়ার সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দেয় ওই কিশোরী। খবর পেয়ে রায়পুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।  

অন্যদিকে একই ইউনিয়নের একই গ্রামের ৫ নম্বর ওয়ার্ডের দর্জি বাড়ির মো. বাবুল মিয়ার ছেলে সাহাব উদ্দিন (৩০) গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। মঙ্গলবার সকাল ৭টার দিকে সাহাব উদ্দিন তাদের বাড়ির পাশের একটি সুপারি বাগানে গিয়ে আম গাছে সঙ্গে গলায় ফাঁস দেয়।  

রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিপন বড়ুয়া বাংলানিউজকে তিনজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ঘটনাস্থলগুলোতে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহের সুরতহাল তৈরি করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।  

বাংলাদেশ সময়: ১৫৫০ ঘণ্টা, জুন ১৪, ২০২২
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।