ঢাকা, শুক্রবার, ২৭ বৈশাখ ১৪৩১, ১০ মে ২০২৪, ০১ জিলকদ ১৪৪৫

জাতীয়

কুড়িগ্রামে বন্যায় ১৪৩টি শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৯ ঘণ্টা, জুন ২০, ২০২২
কুড়িগ্রামে বন্যায় ১৪৩টি শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ

কুড়িগ্রাম: কুড়িগ্রামে ব্রহ্মপুত্র ও ধরলার পানি বাড়তে থাকায় বন্যার পানিতে বিদ্যালয়ের মাঠ ও আশেপাশে পানি উঠে রাস্তা-ঘাট তলিয়ে যাওয়ায় কুড়িগ্রাম জেলার ১১০টি সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং ৩৩টি মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠান সময়িকভাবে বন্ধ রয়েছে।

সোববার (২০ জুন) বিকেল ৩টায় ব্রহ্মপুত্রের পানি বেড়ে চিলমারী পয়েন্টে বিপৎসীমার ৫২ সেন্টিমিটার এবং ধরলার পানি বেড়ে কুড়িগ্রাম সদর পয়েন্টে ৪৫ সেন্টিমিটার বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হয়েছে।

কুড়িগ্রাম জেলা বন্যা নিয়ন্ত্রণ কেন্দ্র সূত্রে জানা যায়, বন্যা পরিস্থিতির কারণে জেলার রাজিবপুর উপজেলায় ৭টি, রৌমারীতে ৪৪টি, চিলমারীতে ২৬টি, উলিপুরে ২০টি, কুড়িগ্রাম সদরে ১১টি, নাগেশ্বরীতে ২টি এবং রাজারহাট উপজেলায় ১টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পাঠদান সাময়িক বন্ধ রয়েছে।

কুড়িগ্রাম জেলা শিক্ষা অফিস সূত্রে জানা যায়, জেলার ২৩টি মাধ্যমিক বিদ্যালয়, ৭টি মাদ্রাসা এবং ১টি কলেজে বন্যার কারণে সাময়িকভাবে পাঠদান কার্যক্রম বন্ধ রয়েছে।

কুড়িগ্রাম জেলা শিক্ষা কর্মকর্তা শামছুল আলম বাংলানিউজকে জানান, বন্যার কারণে জেলায় মাধ্যমিক স্কুল, কলেজ ও মাদ্রাসা পর্যায়ে ৩৩টি শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে এবং নাগেশ্বরী, কুড়িগ্রাম সদর ও রৌমারী উপজেলায় ৩টি প্রতিষ্ঠান আশ্রয়কেন্দ্র হিসাবে ব্যবহৃত হচ্ছে।

কুড়িগ্রাম জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শহিদুল ইসলাম বাংলানিউজকে জানান, বন্যার পানি অস্বাভাবিকভাবে বৃদ্ধি পাওয়ায় জেলায় বিদ্যালয়ের মাঠ ও আশেপাশে পানি ওঠায় শিক্ষার্থীদের ঝুঁকি বিবেচনা করে মোট ১১০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম বন্ধ রাখা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭৯৮ ঘণ্টা, জুন ২০, ২০২২
এফইএস/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।