ঢাকা, শনিবার, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১, ১৮ মে ২০২৪, ০৯ জিলকদ ১৪৪৫

জাতীয়

কাকরাইলে এটিএম বুথের নিরাপত্তারক্ষীকে ছুরিকাঘাত

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২৪ ঘণ্টা, জুন ২১, ২০২২
কাকরাইলে এটিএম বুথের নিরাপত্তারক্ষীকে ছুরিকাঘাত

ঢাকা: রাজধানীর কাকরাইলে মজিবর রহমান (৫০) নামে ইসলামী ব্যাংকের এটিএম বুথের এক নিরাপত্তারক্ষীকে ছুরিকাঘাত ও হাতুড়ি দিয়ে আঘাত করা হয়েছে।

মঙ্গলবার (২১ জুন) ভোর সোয়া ৪টার দিকে কাকরাইল ইসলামী ব্যাংক হাসপাতালের নিচে এটিএম বুথে এ ঘটনা ঘটে।

আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহত মজিবরের সহকর্মী আব্দুল হান্নান জানান, রাত্রীকালীন ডিউটি ছিল মজিবরের। তিনি কাকরাইল ইসলামী ব্যাংক হাসপাতালের নিচে ইসলামী ব্যাংকের এটিএম বুথের নিরাপত্তারক্ষী। আনুমানিক ভোর সোয়া ৪টার দিকে এক যুবক এটিএম বুথে ঢুকে তার মাথায় ছুরিকাঘাতের পাশাপাশি হাতুড়ি দিয়ে আঘাত করেন।  

তিনি আরও জানান, এ সময় মজিবরের চিৎকারে ওই যুবক পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। পরে আশপাশের অন্য নিরাপত্তারক্ষীরা তাকে ধরে ফেলেন। এছাড়া আহত অবস্থায় মজিবরকে ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়।

হান্নান বলেন, ধারণা করা হচ্ছে ওই যুবক এটিএম বুথ ভেঙে টাকা নেওয়ার জন্য এসেছিলেন। নিরাপত্তারক্ষী বাধা দিলে তাকে ছুরিকাঘাত ও হাতুড়ি দিয়ে আঘাত করেন।

ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির সহকারী ইনচার্জ (এএসআই) আব্দুল খান জানান, আহত মজিবরের মাথায় আঘাত ও পেটে ছুরিকাঘাত রয়েছে। জরুরি বিভাগে তার চিকিৎসা চলছে।

পল্টন থানার উপ-পরিদর্শক (এসআই) কামরুল ইসলাম বলেন, ভোরে কাকরাইলে এটিএম বুথের নিরাপত্তারক্ষীকে ছুরিকাঘাত ও হাতুড়ি দিয়ে মাথায় আঘাত করা হয়েছে। পরে অন্য নিরাপত্তারক্ষীর মাধ্যমে এক যুবককে আটক করা হয়েছে। তার কাছে থাকা হাতুড়ি ও ছুরি জব্দ করা হয়েছে। বিস্তারিত জানার চেষ্টা চলছে।

বাংলাদেশ সময়: ১১১৫ ঘণ্টা, জুন ২১, ২০২২
এজেডএস/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।