ঢাকা, বৃহস্পতিবার, ৮ জ্যৈষ্ঠ ১৪৩১, ২৩ মে ২০২৪, ১৪ জিলকদ ১৪৪৫

জাতীয়

এবার কুমিল্লায় যমজ শিশুর নাম পদ্মা-সেতু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৬ ঘণ্টা, জুন ২১, ২০২২
এবার কুমিল্লায় যমজ শিশুর নাম পদ্মা-সেতু

কুমিল্লা: কুমিল্লায় বরুড়া উপজেলায় একসঙ্গে জন্ম নেওয়া যমজ বোনের নাম রাখা হলো পদ্মা ও সেতু।

মঙ্গলবার (২১ জুন) সকাল ১০টায় জেলার বরুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ওই যমজ শিশুর জন্ম হয়।

পরে তাদের নাম পদ্মা ও সেতু রাখেন বরুড়া উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. কামরুল হাসান সোহেল।

তিনি জানান, উপজেলার শশইয়া এলাকার সোহাগ মিয়ার স্ত্রী ঝুমুর আক্তার যমজ মেয়ে শিশুর জন্ম দেন। সকাল ১০টায় বরুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নরমাল ডেলিভারিতে তাদের জন্ম হয়। তাদের দুইজনের নাম রাখা হয় পদ্মা ও সেতু। নবজাতক ও তাদের মা সুস্থ আছেন।

তিনি আরও বলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পক্ষ থেকে নবজাতকদের ফুলেল সুভেচ্ছাসহ উপহারসামগ্রী দেওয়া হয়। তাদের চিকিৎসা সংক্রান্ত সব ধরনের সুবিধায় অগ্রাধিকার দেবে বরুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। এছাড়া বিনামূল্যে তাদের সব ধরনের সেবা দেওয়া হবে।

জমজ শিশুর মা ঝুমুর আক্তার বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আমাদের স্বপ্নের পদ্মাসেতু কয়েকদিন পর চালু হবে। আমার ইচ্ছা অনুযায়ী বড় মেয়ের নাম পদ্মা ও ছোট মেয়ের নাম সেতু রাখা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭৩৫ ঘণ্টা, জুন ২১, ২০২২
এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।