ঢাকা, শনিবার, ১৫ আষাঢ় ১৪৩১, ২৯ জুন ২০২৪, ২১ জিলহজ ১৪৪৫

জাতীয়

কিশোরগঞ্জে জাল নোটসহ আটক ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪৩ ঘণ্টা, জুন ২৩, ২০২২
কিশোরগঞ্জে জাল নোটসহ আটক ১

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জে ১ হাজার টাকার ১৮টি জাল নোটসহ সাইদুর রহমান (৬৩) নামে এক ব্যক্তিকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সদস্যরা।

বুধবার (২২ জুন) দিনগত রাতে বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানায় কিশোরগঞ্জ র‌্যাব-১৪ ক্যাম্প।

আটক সাইদুর জেলার কটিয়াদী উপজেলার মুমুরদিয়া ইউনিয়নের দক্ষিণ মুমুরদিয়া গ্রামের মৃত রইস উদ্দিনের ছেলে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন তথ্যের ভিত্তিতে বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কিশোরগঞ্জ সদর উপজেলার যশোদল এলাকায় অভিযান চালায় র‌্যাব সদস্যরা। এ সময় জাল নোট কারবারি সাইদুর রহমানকে আটক করা হয়। পরে তার কাছ থেকে ১ হাজার টাকার ১৮টি জাল নোট ও জাল নোটের ব্যবসার কাজে ব্যবহৃত একটি মোবাইলফোন জব্দ করা হয়।

র‌্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক জাল নোট কারবারি সাইদুর দীর্ঘদিন যাবত জাল নোট ক্রয়-বিক্রয় করে আসছিলেন বলে স্বীকার করেছেন। আটক সাইদুরের নামে কিশোরগঞ্জ মডেল থানায় মামলা দায়ের কার্যক্রম প্রক্রিয়াধীন।

বাংলাদেশ সময়: ২১৩৫ ঘণ্টা, জুন ২৩, ২০২২
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।