ঢাকা, বুধবার, ২৫ বৈশাখ ১৪৩১, ০৮ মে ২০২৪, ২৮ শাওয়াল ১৪৪৫

জাতীয়

পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে ফরিদপুরে দুই দিনব্যাপী নানা কর্মসূচি

হারুন-অর-রশীদ, ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৯ ঘণ্টা, জুন ২৫, ২০২২
পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে ফরিদপুরে দুই দিনব্যাপী নানা কর্মসূচি

ফরিদপুর: স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে দেশব্যাপী কর্মসূচীর অংশ হিসেবে ফরিদপুর জেলা প্রশাসনের উদ্যোগে দুই দিনব্যাপী নানা কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। এরই অংশ হিসেবে শনিবার (২৫ জুন) সকালে এক বর্ণাঢ্য র‌্যালী অনুষ্ঠিত হয়।

র‌্যালিতে উপস্থিত ছিলেন ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকার, পুলিশ সুপার মো. আলিমুজ্জামানসহ (অতিরিক্ত ডিআইজি পদোন্নতি প্রাপ্ত) বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তারা এবং বিভিন্ন স্কুল ও কলেজের ছাত্র-ছাত্রীরা।

র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শেখ জামাল স্টেডিয়াম এসে শেষ হয়। সেখানে দিনব্যাপী কর্মসূচির আয়োজন করা হয়েছে।  


এর আগে সকাল সাড়ে ৮টায় জেলা পুলিশের উদ্যোগে এক বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়।
এছাড়া সকাল ৭টার পর থেকেই শহরে বিভিন্ন এনজিও সংগঠনের উদ্যোগে ভিন্ন ভিন্ন স্থান থেকে বর্ণাঢ্য র‌্যালি শহর প্রদক্ষিণ করে।


এদিকে পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে ২ দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করেছে জেলা প্রশাসন। এসব কর্মসূচি অনুষ্ঠিত হচ্ছে শহরের শেখ জামাল স্টেডিয়ামে।


বাংলাদেশ সময়: ১৬৩১ ঘণ্টা, জুন ২৫, ২০২২
এসএ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।