ঢাকা, বৃহস্পতিবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

১১ দফা দাবিতে কুয়েট কর্মচারীদের মানববন্ধন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৮ ঘণ্টা, জুন ২৯, ২০২২
১১ দফা দাবিতে কুয়েট কর্মচারীদের মানববন্ধন

খুলনা: বাংলাদেশ আন্তঃ বিশ্ববিদ্যালয় কর্মচারী ফেডারেশনের আহ্বানে এগারো দফা দাবিতে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) কর্মচারী সমিতি মানববন্ধন করেছে।  পাবলিক বিশ্ববিদ্যালয়ের কর্মচারীদের পেশাগত বৈষম্য দূরীকরণে এ মানববন্ধন করা হয়।

বুধবার (২৯ জুন) দুপুরে বিশ্ববিদ্যালয়ের দুর্বার বাংলা চত্বরে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

কুয়েট কর্মচারী সমিতির সভাপতি মো. ইমদাদুল হকের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. হাসিব সরদারের সঞ্চালনায় মানববন্ধন চলাকালীন সময়ে কুয়েট কর্মচারী সমিতির বিভিন্ন নেতাকর্মীসহ বিশ্ববিদ্যালয়ের কর্মচারীরা বক্তব্য দেন।

এ সময় বক্তারা পাবলিক বিশ্ববিদ্যালয়ে দীর্ঘদিন ধরে চলমান সংকটগুলো কর্তৃপক্ষের হস্তক্ষেপে সমাধান হয়ে বিশ্ববিদ্যালয়ের কর্মচারীদের কর্মপরিবেশ নিশ্চিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

মানববন্ধন কর্মসূচিতে কুয়েট কর্মচারী সমিতির নেতাকর্মীসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন শ্রেণির কর্মচারীরা অংশগ্রহণ করেছেন।

বাংলাদেশ সময়: ১৫৩৮ ঘণ্টা, জুন ২৯, ২০২২
এমআরএম/জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।