ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

শ্রীবরদীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কৃষকের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৬ ঘণ্টা, জুন ৩০, ২০২২
শ্রীবরদীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কৃষকের মৃত্যু প্রতীকী ছবি

শেরপুর: শেরপুরের শ্রীবরদীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শাজাহান মিয়া (৩২) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (৩০ জুন) দুপুরের দিকে উপজেলার জানকিখিলা গ্রামে সেচ পাম্পের বিদ্যুৎ সংযোগ দিতে গেলে ওই ঘটনা ঘটে।

মৃত শাজাহান মিয়া ওই গ্রামের জহির উদ্দিনের ছেলে।  

জানা গেছে, দুপুরের দিকে শাজাহান মিয়া বাড়ির পাশে সেচ পাম্পে বিদ্যুৎ সংযোগ দিতে যান। ওই সময় বিদ্যুতের ছেড়া তার স্পর্শ করলে ঘটনাস্থলেই বিদ্যুৎস্পৃষ্ট হয়। পরে আশপাশের লোকজন তাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে উপজেলা সদর হাসপাতালে নিয়ে  গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ব্যাপারে শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার বিশ্বাস বাংলানিউজহকে বলেন, ওই ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।  

বাংলাদেশ সময়: ১৬৪৫ ঘণ্টা, জুন ৩০, ২০২২
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।