ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

টেকনাফের ইয়াবা কারবারি এনামুল মেম্বার গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৯ ঘণ্টা, জুন ৩০, ২০২২
টেকনাফের ইয়াবা কারবারি এনামুল মেম্বার গ্রেফতার

কক্সবাজার: র‌্যাবের দায়ের করার ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় কক্সবাজারের টেকনাফ সদর ইউনিয়ন পরিষদের (ইউপি) আট নম্বর ওয়ার্ডের সদস্য (মেম্বার) ও ইয়াবা কারবারি এনামুল হককে (৩৬) গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৩০ জুন) দুপুরে টেকনাফ উপজেলা পরিষদ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

এনামুল টেকনাফ সদর ইউনিয়নের নাজিরপাড়ার এলাকার মৃত মোজাহার মিয়ার ছেলে ও আট নম্বর ওয়ার্ডের বর্তমান ইউপি সদস্য। তিনি আত্মস্বীকৃত ইয়াবা কারবারি হিসেবে স্বরাষ্ট্রমন্ত্রী কাছে আত্মসমর্পণ করেছিলেন।

টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান বাংলানিউজকে বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে র‌্যাবের বিরুদ্ধে অপপ্রচার চালানোর অভিযোগে গত মার্চ মাসে এনামুলের নামে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করে র‌্যাব। এ মামলায় দুপুরে তাকে গ্রেফতার করা হয়েছে। তাকে থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৯০৯ ঘণ্টা, জুন ৩০, ২০২২
এসবি/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।