ঢাকা, বুধবার, ১৭ বৈশাখ ১৪৩১, ০১ মে ২০২৪, ২১ শাওয়াল ১৪৪৫

জাতীয়

সিলেটে প্রতিপক্ষের ঘুষিতে বৃদ্ধ নিহত

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৪ ঘণ্টা, জুলাই ১, ২০২২
সিলেটে প্রতিপক্ষের ঘুষিতে বৃদ্ধ নিহত

সিলেট: কথাকাটাকাটির জেরে সিলেটের ফেঞ্চুগঞ্জে প্রতিপক্ষের কিল-ঘুষিতে সেলিম মিয়া (৫৬) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।  

বৃহস্পতিবার (৩০ জুন) রাত ৮টার দিকে উপজেলার নুরপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত সেলিম মিয়া উপজেলার নুরপুর গ্রামের আনর আলীর ছেলে।

স্থানীয় সূত্র জানায়, নিজ বাড়িতে একই গ্রামের রুবেল মিয়ার সঙ্গে কথা কাটাকাটি হয় সেলিম মিয়ার। এক পর্যায়ে রুবেল মিয়াসহ কয়েকজন সেলিমকে কিল-ঘুষি মারতে থাকে। এক পর্যায়ে তিনি জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়েন।

স্বজন ও স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সিলেটের ফেঞ্চুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাফায়েত হোসেন বলেন, মারামারির ঘটনায় সেলিম মিয়া নিহত হয়েছেন। নিহতের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িত দুইজনকে আটক করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬২০ ঘণ্টা, জুলাই ০১, ২০২২
এনইউ/এসএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।