ঢাকা, সোমবার, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১, ২০ মে ২০২৪, ১১ জিলকদ ১৪৪৫

জাতীয়

বাগেরহাটে ৬শ’ বছরের পুরনো শিবমন্দিরে রথযাত্রা উৎসব

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৪ ঘণ্টা, জুলাই ১, ২০২২
বাগেরহাটে ৬শ’ বছরের পুরনো শিবমন্দিরে রথযাত্রা উৎসব

বাগেরহাট: নানা ধর্মীয় আচার অনুষ্ঠানের মধ্যে দিয়ে বাগেরহাটে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব শুরু হয়েছে। শুক্রবার (০১ জুলাই) দুপুরে কচুয়া উপজেলার শীবপুর শিবমন্দিরে সনাতন ধর্মাবলম্বী সহস্রাধিক ভক্তরা জড়ো হয়ে পূর্ণলাভের আশায় ৬০০ বছরের পুরনো শ্রী শ্রী জগন্নাথ দেবের রথটানে অংশ নেন।

শিবপুর শিবমন্দির থেকে রথ টেনে সাইনবোর্ড বাজারস্থ কালিপদ নাথ স্মৃতি শ্রীশ্রী দুর্গা মন্দির প্রাঙ্গণে যান ভক্তরা।

এসময় শিবমন্দিরের সভাপতি বিষ্ণু পদ দেবনাথ, সাধারণ সম্পাদক প্রদীপ বসু সন্ত, রথযাত্রা উদযাপন কমিটির সভাপতি সোমনাথ দে, সমন্বয়কারী শীল গৌতম কুমার, সাধারণ সম্পাদক গোবিন্দ হালদার, ইউপি সদস্য বিকাশ চন্দ্র দত্ত, অঞ্জনা চক্রবর্তী, সুখদেবসহ সহস্রাধিক ভক্ত ও দর্শনার্থী ছিলেন।

রথযাত্রা উপলক্ষে পূজাঅর্চনা, গীতাপাঠ, হোমযজ্ঞ, জগন্নাথ লীলামৃত মাঠ, বৈদিক চলচ্চিত্র প্র্রদর্শনী, ভজনকীর্তন, শোভাযাত্রসহ নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়। পূজা শেষে ভক্তদের মাঝে প্রসাদ বিতরণ করা হয়। মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলনের মধ্যে দিয়ে রথটানের শুভ সূচনা হয়। নয়দিন পর ৯ জুলাই শনিবার জগন্নাথ দেবের উল্টো রথযাত্রা হওয়ার কথা রয়েছে।

রথযাত্রায় অংশগ্রহন করতে আসা ভক্ত নিত্যানন্দ লাল বলেন, সনাতন ধর্মীয় আচার-আনুষ্ঠানিকতার মধ্যে রথযাত্রা অন্যতম পূণ্যের কাজ। তাই শ্রষ্টার নৈকট্য লাভের আশায় রথাটানতে এসেছি।

ভক্ত শান্ত বৈরাগী বলেন, দীর্ঘ দিনের পুরনো ও ঐতিহ্যবাহী এই মন্দির একটি পবিত্র জায়গা। এখানে প্রতিবছর রথযাত্রা হয়। ভগমানের কৃপা লাভের জন্য স্ত্রী-সন্তানসহ পরিবারের সবাই এসেছি এখানে।

শিবপুর শিববাড়ি মন্দির কমিটির সাধারণ সম্পাদক প্রদীপ বসু সন্তু বলেন, ৬শ’ বছরের এ মন্দিরে রথযাত্রা উৎসবের আয়োজন করেছি। ৯ দিন পরে উল্টো রথ টানা হবে। ৯ দিনই গিতাপাঠ, শাস্ত্রীয় গান, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ বিভিন্ন অনুষ্ঠান হবে ভক্তদের জন্য। এছাড়াও ভক্তদের সুবিধার্থে আমরা সব ধরনের ব্যবস্থা রেখেছি।  

এছাড়া বাগেরহাট সদরের যাত্রাপুর লাউপালা মন্দিরে রথযাত্রা উৎসব শুরু হয়েছে।

বাংলাদেশ সময়: ২১০০ ঘণ্টা, জুলাই ০১, ২০২১
নিউজ ডেস্ক

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।