ঢাকা, শুক্রবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

চেক জালিয়াতি: উপজেলা চেয়ারম্যান জামিনে মুক্ত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৬ ঘণ্টা, জুলাই ২, ২০২২
চেক জালিয়াতি: উপজেলা চেয়ারম্যান জামিনে মুক্ত

কুড়িগ্রাম: চেক জালিয়াতি মামলায় গ্রেফতার কুড়িগ্রামের চর রাজীবপুর উপজেলা চেয়ারম্যান আকবর হোসেন হিরোকে শর্ত সাপেক্ষে জামিন দিয়েছেন আদালত।

শনিবার (০২ জুলাই) বিকেলে কুড়িগ্রাম চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ফারহানা খান তাঁর জামিন মঞ্জুর করেন।

শুক্রবার দিবাগত মধ্যরাতে আকবর হোসেন হিরোকে গ্ৰেফতার করে শনিবার কুড়িগ্রাম আদালতে সোপর্দ করা হয়।

চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের রাজিবপুর আমলি আদালতের সাধারণ নিবন্ধন কর্মকর্তা (জিআরও) মকবুল হোসেন বাংলানিউজকে জানান, জামালপুর আদালতের নির্দেশে শুক্রবার রাতে রাজীবপুর থানা পুলিশ তাকে গ্রেফতার করে। শনিবার সকালে চেয়ারম্যানকে কুড়িগ্রাম কোর্টে সোপর্দ করা হলে কোর্টের হাজতখানায় তাঁকে রাখা হয়।

আসামি পক্ষের আইনজীবী লুৎফর রহমান বাংলানিউজকে জানান, এনআই অ্যাক্ট এর মামলা জামিনযোগ্য। তাই আদালত উপজেলা চেয়ারম্যানের সম্মানের কথা বিবেচনায় আগামী ৬ জুলাইয়ের মধ্যে জামালপুর আদালতে হাজির হওয়ার শর্তে এক হাজার টাকা বন্ডে জামিন মঞ্জুর করেন। বিকেল ৫টার দিকে চর রাজীবপুর উপজেলা চেয়ারম্যান আকবর হোসেন হিরো মুক্তি পান।

কুড়িগ্রামের চর রাজীবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজহারুল ইসলাম বাংলানিউজকে জানান, জামালপুর জেলার বকসীগঞ্জ এলাকার জনৈক রাজন মিয়ার দায়ের করা মামলায় গ্রেফতারি পরোয়ানামূলে চর রাজীবপুর উপজেলা চেয়ারম্যান আকবর হোসেন হিরোকে গ্রেফতার করা হয়। রাজন মিয়ার অভিযোগ তিনি চেয়ারম্যানের কাছে ব্যবসা সংক্রান্ত ১২ লাখ টাকা পান। পাওনা টাকা পরিশোধের জন্য তাকে চেয়ারম্যান যে চেকটি দিয়েছিলেন সেই একাউন্টে টাকা ছিল না। এ নিয়ে যোগাযোগ করেও সমাধান না পেয়ে জামালপুর আদালতে চেয়ারম্যান আকবর হোসেন হিরোর বিরুদ্ধে আর্থিক লেনদেন নিয়ে চেক জালিয়াতির মামলা দায়ের করেন।

পরে ওই মামলায় জামালপুর আদালত চেয়ারম্যানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। এরই প্রেক্ষিতে শুক্রবার রাতে চর রাজীবপুর থানা পুলিশ চেয়ারম্যান আকবর হোসেন হিরোকে গ্রেফতার করে শনিরার সকালে কুড়িগ্রাম কোর্টে সোপর্দ করে।

বাংলাদশে সময়: ২১০৪ ঘণ্টা, জুলাই ০২, ২০২২
এফইএস/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।