ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

জাতীয়

বিজয়নগর থেকে ঢাকায় নেওয়া হচ্ছিল ১০০ কেজি গাঁজা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৮ ঘণ্টা, জুলাই ৩, ২০২২
বিজয়নগর থেকে ঢাকায় নেওয়া হচ্ছিল ১০০ কেজি গাঁজা

ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ১০০ কেজি গাঁজাসহ দুই মাদক বিক্রেতাকে আটক করেছে পুলিশ। এসময় জব্দ করা হয়েছে এসব গাঁজা বহনকারী প্রাইভেটকারটিও।

 

সোমবার (০৩ জুলাই) সকালে উপজেলার সৈয়দ নজরুল ইসলাম সেতুর টোল প্লাজা থেকে তাদের আটক করা হয়।  

আটক ব্যক্তিরা হলেন- জেলার বিজয়নগর উপজেলার চারধরা গ্রামের আনছার আলীর ছেলে রবিন (১৭) ও একই উপজেলার আমতলী গ্রামের বারেক মিয়ার ছেলে রাকিব মিয়া (১৮)।

আশুগঞ্জ সৈয়দ নজরুল ইসলাম সেতুর টোল প্লাজার উপ- পরিদর্শক (সাজেন্ট) মো. জহুরুল হক বলেন, গোপন সংবাদের ভিত্তিতে টোল প্লাজার সামনে অভিযান চালিয়ে একটি প্রাইভেটকার থেকে ১০০ কেজি গাঁজাসহ দু’জনকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেছেন যে গাঁজাগুলো জেলার সীমান্তবর্তী বিজয়নগর থেকে ঢাকা নেওয়ার কথা ছিল।  

এ ঘটনায় তাদের নামে আশুগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হচ্ছে।

বাংলাদেশ সময়: ১২৫৬ ঘণ্টা, জুলাই ০৩, ২০২২
এসআই


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।