ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ব্রাহ্মণবাড়িয়ায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে এএসআই আহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৩ ঘণ্টা, জুলাই ৩, ২০২২
ব্রাহ্মণবাড়িয়ায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে এএসআই আহত

ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে হারুন অর রশিদ নামে পুলিশের এক সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আহত হয়েছেন। আহত হারুনকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

রোববার (৩ জুলাই) দুপুরে শহরের দক্ষিণ পৈরতলা কাওয়ালীহাটি এলাকায় এ ঘটনা ঘটে।  

এসময় জুনায়েদ আহমেদ (২৮) নামে এক ছিনতাইকারীকে আটক করা হয়। আটক জুনায়েদ দক্ষিণ পৈরতলা গ্রিনরোড এলাকার আলমগীর মিয়ার ছেলে। এসময় আরও দুই ছিনতাইকারী পালিয়ে যায়।

ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এমরানুল ইসলাম জানান, দুপুরে কাওয়ালীহাটি এলাকায় মসজিদের কাছে তিন ছিনতাইকারীকে ধরতে যায় পুলিশ। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে দুই ছিনতাইকারী মোটরসাইকেলে করে পালিয়ে যায়। একজনকে আটক করতে গেলে সে এএসআই হারুন অর রশিদকে ছুরিকাঘাত করে। পরে তাকে আটক করে থানায় নিয়ে আসা হয়। পালিয়ে যাওয়া দুই ছিনতাইকারীকে আটক করতে অভিযান চলছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

বাংলাদেশ সময়: ১৯০০ ঘণ্টা, জুলাই ০৩, ২০২২
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।