ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

নেত্রকোনায় বন্যা কবলিতদের মধ্যে জাকের পার্টির ত্রাণ বিতরণ

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৩৭ ঘণ্টা, জুলাই ৪, ২০২২
নেত্রকোনায় বন্যা কবলিতদের মধ্যে জাকের পার্টির ত্রাণ বিতরণ

ঢাকা: জাকের পার্টি নেত্রকোনার কলমাকান্দা উপজেলার নোয়াপাড়া চর, রাজনগর ও যাত্রাবাড়ী বাজার, বারহাট্টা উপজেলার ফুটকা ও পুটিজান এবং  সুনামগঞ্জের মধ্যনগরের টুইয়ার বাজারে বন্যার্ত মানুষের মধ্যে ত্রাণ বিতরণ করেছে।  

রোববার (৩ জুলাই) দলটির মহাসচিব শামীম হায়দার জানান, জাকের পার্টি চেয়ারম্যান মোস্তফা আমীর ফয়সল প্রবল বন্যায় বিধ্বস্ত নেত্রকোনার বিভিন্ন জনপদ সরেজমিনে পরিদর্শন এবং বানভাসিদের মধ্যে ত্রাণ সহায়তা পৌঁছে দেওয়ার জন্য পার্টির ভারপ্রাপ্ত মহাসচিব শামীম হায়দারকে নেত্রকোনা পাঠান।

জাকের পার্টির ভারপ্রাপ্ত মহাসচিব ময়মনসিংহ বিভাগীয় এবং নেত্রকোনা জেলা, কলমাকান্দা, কেন্দুয়া ও পূর্বধলা উপজেলা জাকের পার্টি ও সহযোগী সংগঠনসমূহের নেতাদের সঙ্গে নিয়ে বন্যা উপদ্রুত নেত্রকোনার কলমাকান্দা ও বারহাট্রা উপজেলা এবং সুনামগঞ্জের মধ্যনগরের বিভিন্ন এলাকায় বানভাসি মানুষের ঘরে ঘরে যান। সকাল থেকে রাত পর্যন্ত টানা ত্রাণ সহায়তা বিতরণ করেন তারা।

বাংলাদেশ সময়: ০৮৩৭ ঘণ্টা, জুলাই ০৪, ২০২২
এমএইচ/কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad