ঢাকা, মঙ্গলবার, ১০ বৈশাখ ১৪৩১, ২৩ এপ্রিল ২০২৪, ১৩ শাওয়াল ১৪৪৫

জাতীয়

গাবতলীতে ক্রেতার নজর কাড়ছে কুষ্টিয়ার ‘কালাপাহাড়’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৮ ঘণ্টা, জুলাই ৫, ২০২২
গাবতলীতে ক্রেতার নজর কাড়ছে কুষ্টিয়ার ‘কালাপাহাড়’ ছবি: রাজীন চৌধুরী

গাবতলী থেকে: কুষ্টিয়ার দৌলতপুর থেকে গাবতলীর হাটে এসেছে কালাপাহাড়। অস্ট্রেলিয়ান ফ্রিজিয়াম জাতের গরুটির ওজন ৪০ মণ।

দাম হাঁকানো হয়েছে ১৫ লাখ টাকা।

মঙ্গলবার (৫ জুলাই) বিকেলে গাবতলী পশুর হাটে গরুটির বিষয়ে এসব তথ্য জানিয়েছেন কালাপাহাড়ের মালিক মো. শহিদুল ইসলাম।

তিনি বাংলানিউজকে বলেন, সোমবার রাতে গাবতলীর হাটে এনেছি কালাপাহাড়কে। দাম চাচ্ছি ১৫ লাখ টাকা। আলোচনা সাপেক্ষে কিছুটা কমানো হবে। ক্রেতা ও দর্শনার্থীরা এসে দেখে যাচ্ছে গরুটিকে কিন্তু বিক্রি করার মতো দাম বলছে না কেউ।

কালাপাহাড়কে কি খাওয়ানো হতো জানতে চাইলে তিনি বলেন, প্রতিদিন ছোলা, খৈল ও ভুষি খাওয়ানো হতো। সারাদিনে ৪ কেজি খাবার লাগে গরুটির। খাবারে প্রতিদিন খরচ পড়ত প্রায় ৪০০ টাকা।

শহিদুল ইসলাম বলেন, ছোট থাকতে গরুটি কিনেছি। চার বছর লালন পালনে প্রায় ছয় থেকে সাত লাখ টাকা খরচ হয়েছে।

কালাপাহাড়কে কিভাবে লালন পালন করেছেন জানতে চাইলে শহিদুল বলেন, ফ্রিজিয়াম জাতের গরুটি একটি ঘরের মধ্যে রাখা হতো। বাতাসের জন্য একটি সিলিং ফ্যানেরও ব্যবস্থা করা হয়। গরুটির দেখভাল করত তিনজন মানুষ । কালাপাহাড়কে প্রতিদিন দু’বার গোসল করানো হতো।

বাংলাদেশ সময়: ১৭০৭ ঘণ্টা, জুলাই ০৫, ২০২২
এমএমআই/জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।