ঢাকা, মঙ্গলবার, ৩ বৈশাখ ১৪৩১, ১৬ এপ্রিল ২০২৪, ০৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

মোরেলগঞ্জে বাইকচালককে হত্যার অভিযোগে বাবা-ছেলে গ্রেফতার 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩২ ঘণ্টা, জুলাই ৫, ২০২২
মোরেলগঞ্জে বাইকচালককে হত্যার অভিযোগে বাবা-ছেলে গ্রেফতার 

বাগেরহাট: বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলায় ভাড়ায় চালিত মোটরসাইকেলের চালক জাহাঙ্গীর হাওলাদারকে (৪০) কুপিয়ে হত্যার ঘটনায় প্রধান আসামি ফরিদ শেখ (৩৮) ও তার ছেলে আসিফ শেখকে (২০) গ্রেফতার করেছে পুলিশ।  

মঙ্গলবার (৫ জুলাই) দুপুরে উপজেলার খাজুরবাড়িয়া গ্রাম থেকে তাদের গ্রেফতার করা হয়।

এর আগে সোমবার (৪ জুলাই) দুপুরে মোরেলগঞ্জ উপজেলা সদরের প্রাণিসম্পদ অফিসের সামনে বাইকচালককে কুপিয়ে হত্যা করা হয়। ওই সময় কুপিয়ে গুরুতর আহত করা হয় জাহাঙ্গীরের কলেজ পড়ুয়া ছেলে আজিজুর রহমান সাকিবকে (১৮)। সাকিব খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। মঙ্গলবার (৫ জুলাই) সকালে জাহাঙ্গীরের স্ত্রী ফাতেমা বেগম ফরিদ শেখ ও তার ছেলে আসিফ শেখসহ পাঁচজনকে আসামি করে মোরেলগঞ্জ থানায় একটি হত্যা মামলা করেন।  

নিহত জাহাঙ্গীর হাওলাদারের বাড়ি বারইখালী-নিকারিপাড়া এলাকায়। আর গ্রেফতারকৃত ফরিদ শেখ একই এলাকার আব্দুল গণি শেখের ছেলে।  

মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) শাহজাহান আহমেদ বলেন, গ্রেফতারকৃত বাবা-ছেলেকে জিজ্ঞাসাবাদ শেষে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হচ্ছে।

বাংলাদেশ সময়: ২০৩১ ঘণ্টা, জুলাই ০৫, ২০২২
এসআই


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।