ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

জাতীয়

বাইক চলাচলে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে পদ্মা সেতুর টোল প্লাজার সামনে মানববন্ধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৫ ঘণ্টা, জুলাই ৬, ২০২২
বাইক চলাচলে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে পদ্মা সেতুর টোল প্লাজার সামনে মানববন্ধন

শরীয়তপুর: পদ্মা সেতু, এক্সপ্রেসওয়ে, হাইওয়ে ও আন্তঃজেলায় মোটরসাইকেল চলাচলের ওপর জারি করা নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে পদ্মা সেতুর জাজিরা প্রান্তের টোল প্লাজার সামনে মানববন্ধন করেছেন বাইকাররা।
 
বুধবার (৬ জুলাই) দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত করা এ মানববন্ধনে প্রায় দুই শতাধিক বাইকার উপস্থিত ছিলেন।

এছাড়া সেতুর মাওয়া প্রান্তে একই দাবিতে পাঁচ শতাধিক বাইকার মানববন্ধন করেন।

এসময় বাইকার রতন, শওকত, আরমান, সুমন, আব্দুর রহমান, দাউদ মো. তুহিন বলেন, আইন মেনে ড্রাইভিং লাইসেন্স ও সুরক্ষা সামগ্রী নিয়ে বাইক চালাই। কেউ আইন না মেনে দুর্ঘটনার কবলে পড়লে এর দায় কেন সব বাইকাররা নেবে? দুর্ঘটনা তো সব যানবাহনেই হয়। যারা দুর্ঘটনা ঘটায়, তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিন। আপনারা ট্রাফিক ব্যবস্থা জোরদার করুন। নিষেধাজ্ঞা প্রত্যাহার করুন।

বাংলাদেশ সময়: ১৮৩১ ঘণ্টা, জুলাই ০৬, ২০২২
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।