ঢাকা, শুক্রবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

যাত্রাবাড়ীতে শ্রমিকের পায়ুপথে বাতাস ঢুকিয়ে দিলেন সহকর্মী

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৫ ঘণ্টা, জুলাই ৬, ২০২২
যাত্রাবাড়ীতে শ্রমিকের পায়ুপথে বাতাস ঢুকিয়ে দিলেন সহকর্মী শ্রমিকের পায়ুপথে বাতাস ঢুকিয়ে দিলেন সহকর্মী

ঢাকা: রাজধানীর যাত্রাবাড়ীর একটি জুতার কারখানায় জাহিদুল ইসলাম (১৮) নামে এক কর্মচারীর পায়ুপথে কম্প্রেশার যন্ত্র দিয়ে দিয়ে বাতাস দিয়েছেন তারই সহকর্মী।

বুধবার (৬ জুলাই) বেলা সোয়া ৩টার দিকে সামাদনগর এলাকায় এই ঘটনা ঘটে।

অসুস্থ অবস্থায় জাহিদুলকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্বজনরা জানান, যাত্রাবাড়ী মৃধাবাড়ি মোল্লাবাড়ি মসজিদের পাশে থাকেন জাহিদুল। তার বাবার নাম শাহ আলম।

ক্লাসিক ফুট ওয়্যার নামের ওই কারখানাটির ম্যানেজার আব্দুল মালেক জানান, জাহিদুল প্রায় ২ বছর ধরে সেখানে কাজ করে। বুধবার কাজ করার সময় তারই সমবয়সী আরেক কর্মচারী রহিম দুষ্টুমি করতে গিয়ে কম্প্রেশার যন্ত্রটি তার পশ্চাদাংশে ধরেন। আর এতে মুহুর্তেই তার পেটে বাতাস ঢুকে যায়। পরে তাকে দ্রুত ঢাকা মেডিক্যাল নিয়ে যাওয়া হয়।

হাসপাতালে তার সঙ্গে থাকা অভিযুক্ত রহিম জানান, তিনি মজা করতে গিয়েই জাহিদুলের প্যান্টে মেশিন দিয়ে বাতাস দিতে গিয়েছিলো। তবে অসাবধনতাবশত তার পায়ুপথে ঢুকে যায়।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) মো. বাচ্চু মিয়া জানান, জাহিদুলকে তার স্বজন ও সহকর্মীরা হাসপাতালে নিয়ে এসেছে। তার পেট ফুলে গেছে। জরুরি বিভাগে ভর্তি রেখে তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৯৪৩ ঘণ্টা, ৬ জুলাই, ২০২২ 
এজেডএস/ইআর


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।