ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

বরিশালে দুই ফার্মেসিকে জরিমানা, ওষুধ জব্দ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫১ ঘণ্টা, জুলাই ৬, ২০২২
বরিশালে দুই ফার্মেসিকে জরিমানা, ওষুধ জব্দ

বরিশাল: মেয়াদোত্তীর্ণ ও ডাক্তারদের দেওয়া বিনামূল্যের স্যাম্পল ওষুধ বিক্রির দায়ে বরিশাল নগরের দুটি ফার্মেসিতে অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।

বুধবার (০৬ জুলাই) বেলা ১১ টার দিকে পরিচালিত অভিযানে দুই ফার্মেসি থেকে মেয়াদোত্তীর্ণ ও বিনামূল্যের স্যাম্পল ওষুধ জব্দ এবং ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

অধিদফতরের বরিশাল জেলা কার্যালয়ের সহকারী পরিচালক শাহ্ শোয়াইব মিয়ার নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। তিনি জানান, ওই দুটি ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির অভিযোগ ছিলো। তার প্রেক্ষিতে অভিযান চালিয়ে ওই দুটি ফার্মেসি থেকে বেশ কিছু মেয়াদোত্তীর্ণ ও ডাক্তারদের প্রদর্শনের জন্য দেওয়া স্যাম্পল (নমুনা) ওষুধ জব্দ করা হয়।

তিনি আরও জানান, এসব অপরাধে ওই দুটি ফার্মেসি থেকে ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। জনস্বার্থে এই অভিযান অব্যাহত থাকবে।  

বাংলাদেশ সময়: ১৯৪০ ঘণ্টা, জুলাই ০৬, ২০২২
এমএস/এসএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।