ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

রেজাল্ট নিয়ে বাড়ি ফেরা হলো না সমৃদ্ধির

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৫৬ ঘণ্টা, জুলাই ৭, ২০২২
রেজাল্ট নিয়ে বাড়ি ফেরা হলো না সমৃদ্ধির

জামালপুর: জামালপুরে রেজাল্ট নিয়ে বাড়ি ফেরার সময় অটোরিকশার ধাক্কায় প্রাণ হারালো সমৃদ্ধি ধর প্রিয়ন্তী (৬) নামে এক স্কুলছাত্রী।

বুধবার (৬ জুলাই) দুপুরে শহরের বকুলতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রিয়ন্তী বসাকপাড়া এলাকার সৌমিক কান্তি ধরের মেয়ে। সে ডলফিল কিন্ডার কেয়ার স্কুলে নার্সারিতে পড়তো।

পরিবার জানায়, অর্ধবার্ষিক পরীক্ষার রেজাল্ট আনতে দাদি রমারাণী ধরের সঙ্গে স্কুলে যায় প্রিয়ন্তী। স্কুলের গলি পেরিয়ে সে দাদির হাত ধরে শহরের প্রধান সড়ক পার হচ্ছিল। হঠাৎ সে দাদির হাত ছেড়ে দেয়। এ সময় একটি অটোবাইক তাকে সজোরে ধাক্কা দিলে গুরুতর আহত হয়। পথচারীরা তাকে উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় মারা যায় সে।

জামালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী শাহনেওয়াজ ইমন জানান, দুপুর ১২টার দিকে রেজাল্ট আনতে দাদির সঙ্গে স্কুলে যায় সমৃদ্ধি। রেজাল্ট নিয়ে সে সাড়ে ১২টার দিকে স্কুলের সামনে শহরের প্রধান সড়ক পার হচ্ছিল। তখন একটি অটোবাইক তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। আহত সমৃদ্ধিকে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় সে।

এ ঘটনায় নিহত শিশুর পরিবার কোনো অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও ওসি জানান।

বাংলাদেশ সময়: ০৭৫৪ ঘণ্টা, জুলাই ০৭, ২০২২
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।