ঢাকা, শুক্রবার, ২৭ বৈশাখ ১৪৩১, ১০ মে ২০২৪, ০১ জিলকদ ১৪৪৫

জাতীয়

রাঙামাটির ৫০০ মসজিদে ঈদুল আযহার জামাত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, রাঙামাটি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫১ ঘণ্টা, জুলাই ৯, ২০২২
রাঙামাটির ৫০০ মসজিদে ঈদুল আযহার জামাত

রাঙামাটি : সারাদেশের ন্যায় এবার পার্বত্য জেলা রাঙামাটির ৫০০ মসজিদে অনুষ্ঠিত হবে ঈদুল আযহার জামাত। করোনাভাইরাস ও বৈরি আবহাওয়ার কথা মাথায় রেখে এবার ঈদগাহে ঈদের জামাত অনুষ্ঠিত হবে না।

জানা গেছে, এসব মসজিদের কর্তৃপক্ষ সুষ্ঠুভাবে ঈদের জামাত আয়োজনে সবরকম প্রস্তুতি শেষ করেছে।

রাঙামাটি ইসলামি ফাউন্ডেশন থেকে জানা গেছে, জেলা প্রশাসনের পরামর্শে করোনা সংক্রমণ রোধ ও বৈরি আবহাওয়ার কারণে এবার ঈদগাহে ঈদুল আযহার জামাত করা হচ্ছে না।

ফাউন্ডেশন রাঙামাটি জেলা কার্যালয়ের উপ-পরিচালক ইকবাল বাহার চৌধুরী এসব তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, রাঙামাটিতে ঈদের নামাজের প্রস্তুতি শেষ। পুরো জেলার ৫০০ মসজিদে স্ব নির্ধারিত সময় ঈদের জামাত অনুষ্ঠিত হবে। দেশে করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় স্বাস্থ্যবিধি মেনে মুসল্লিদের মসজিদে আসতে আহ্বান জানান তিনি।

বাংলাদেশ সময় : ১৮৫২ ঘণ্টা, জুলাই ৯, ২০২২
এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।