ঢাকা, শনিবার, ২৭ বৈশাখ ১৪৩১, ১১ মে ২০২৪, ০২ জিলকদ ১৪৪৫

জাতীয়

মাগুরায় নোমানী ময়দানে ঈদুল আজহার নামাজ অনুষ্ঠিত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১১ ঘণ্টা, জুলাই ১০, ২০২২
মাগুরায় নোমানী ময়দানে ঈদুল আজহার নামাজ অনুষ্ঠিত

মাগুরা: মাগুরা নোমানী ময়দান কেন্দ্রীয় ঈদগাহে ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে। এতে শত শত ধর্মপ্রাণ মুসল্লিরা অংশ নেয়।

রোববার (১০ জুলাই) সকাল ৮টায় এ জামাত অনুষ্ঠিত হয়।  

পবিত্র ঈদুল আজহার নাম শেষে মুসল্লিরা একে অন্যের সঙ্গে কুলাকুলি করে ঈদের আনন্দ ভাগ করে নেন ও ঈদ শুভেচ্ছা বিনিময় করেন।

মাগুরা কেন্দ্রীয় মসজিদের পেশ ইমাম মো. রইচউদ্দিন ঈদের নামাজে ইমামতি করেন।  

ঈদুল আজহার নামাজ শেষে মাগুরা জেলা প্রশাসক ড. আশরাফুল আলম বলেন, নামাজ শেষে প্রধানমন্ত্রী ও মন্ত্রীপরিষদ সদস্যদের জন্য দোয়া কামনা করা হয় এবং দেশের যারা উন্নয়ন কাজের সঙ্গে জড়িত রয়েছেন তাদের জন্যও দোয়া কামনা করা হয়।

মাগুরা-১ আসনের সংসদ সদস্য অ্যাভোকেট সাইফুজ্জামান শিখর এমপি বলেন, দেশে বর্তমানে বিদ্যুৎ উৎপাদন কম হওয়ায় কিছুটা লোডসেডিং হচ্ছে। ইউক্রেনে যুদ্ধের কারণে দ্রব্যমূল্যে একটু বেশি। আমরা আশা করছি সব সমস্যার সমাধান হবে। সবাইকে সহযোগিতার মধ্যে দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাশে থাকার কথা বলেন।

বাংলাদেশ সময়: ১০০৮ ঘণ্টা, জুলাই ১০, ২০২২
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।