ঢাকা, শনিবার, ১৫ আষাঢ় ১৪৩১, ২৯ জুন ২০২৪, ২১ জিলহজ ১৪৪৫

জাতীয়

যমুনায় নিখোঁজের একদিন পর মিলল স্কুলছাত্রের মরদেহ 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৩ ঘণ্টা, জুলাই ১২, ২০২২
যমুনায় নিখোঁজের একদিন পর মিলল স্কুলছাত্রের মরদেহ 

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের কাজিপুরে যমুনা নদীতে নিখোঁজ হওয়ার একদিন পর রিয়াজুল ইসলাম (১২) নামে এক স্কুলছাত্রের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

মঙ্গলবার (১২ জুলাই) দুপুরে উপজেলার গান্ধাইল ইউনিয়নের বাঐখোলা যমুনা নদীর শাখা নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

রিয়াজুল ওই গ্রামের রুবেল কাউসারের ছেলে।

কাজিপুর উপজেলা ফায়ার সার্ভিস স্টেশনের সাব অফিসার রফিকুল ইসলাম বলেন, সোমবার (১১ জুলাই) দুপুরে যমুনার শাখা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হয় রিয়াজুল ইসলাম। অনেক খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি। পরে রাজশাহীতে ডুবুরি দলকে খবর দেওয়া হলে আজ দুপুরে তারা মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করে।  

বাংলাদেশ সময়: ১৩৩২ ঘণ্টা, জুলাই ১২, ২০২২
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।