ঢাকা, শনিবার, ২৭ বৈশাখ ১৪৩১, ১১ মে ২০২৪, ০২ জিলকদ ১৪৪৫

জাতীয়

হাজীগঞ্জে বাল্কহেডের আঘাতে ব্রিজের ক্ষতি হওয়ায় ৩ ব্যবসায়ীকে জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৪ ঘণ্টা, জুলাই ১৪, ২০২২
হাজীগঞ্জে বাল্কহেডের আঘাতে ব্রিজের ক্ষতি হওয়ায় ৩ ব্যবসায়ীকে জরিমানা

চাঁদপুর: চাঁদপুরের হাজীগঞ্জ-রায়পুর সড়কে ডাকাতিয়া নদীর ওপর নির্মিত ব্রিজে বালু ব্যবসায়ীদের বাল্কহেডের আঘাতে ক্ষতিগ্রস্ত হওয়ায় তিন ব্যবসায়ীকে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

বৃহস্পতিবার (১৪ জুলাই) দুপুরে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রাশেদুল ইসলাম।

জরিমানা করা প্রতিষ্ঠানগুলো হচ্ছে- আকতার ট্রেডার্স,  তাহের ট্রেডার্স ও এমদাদ মজুমদার ট্রেডার্স।

ইউএনও মো. রাশেদুল ইসলাম বাংলানিউজকে বলেন, ডাকাতিয়া নদীর ওপর নির্মিত ব্রিজের নিচে ও দুই পাড়ের তিন ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা করে মোট দেড় লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে। পাশাপাশি আগামী ৩০ জুলাইয়ের মধ্যে তাদের বালু মহাল সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

ভ্রাম্যমান আদালত পরিচালনার সময় সেখানে আরও উপস্থিত ছিলেন হাজীগঞ্জ পৌরসভার প্যানেল মেয়র জাহেদুল আজহার আলম বেপারী, পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শামছুজ্জামান মুন্সী, কাউন্সিলর সাদেকুজ্জামান সাদেক, উপজেলা প্রকৌশলী কার্যালয়ে উপ-পরিচালক রমিজ উদ্দিনসহ বালুমহালের বিভিন্ন ব্যবসায়ীরা।

উল্লেখ্য, সম্প্রতি হাজীগঞ্জ-রামগঞ্জ ব্রিজটিতে বাল্কহেড আঘাত করতে করতে সেতুর পিলার ভেঙে রড বের হয়ে যায়। বিষয়টি প্রশাসনের নজরে আসলে তারা দ্রুত ব্যবস্থা নেন।

বাংলাদেশ সময়: ১৯৪৩ ঘণ্টা, জুলাই ১৪, ২০২২
এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।