ঢাকা, বুধবার, ১৮ বৈশাখ ১৪৩১, ০১ মে ২০২৪, ২১ শাওয়াল ১৪৪৫

জাতীয়

তাড়াইলে সড়ক দুর্ঘটনায় শিক্ষিকার মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৮ ঘণ্টা, জুলাই ১৫, ২০২২
তাড়াইলে সড়ক দুর্ঘটনায় শিক্ষিকার মৃত্যু

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের তাড়াইলে সিএনজিচালিত অটোরিকশা ও টমটমের মুখোমুখি সংঘর্ষে হ্যাপী আক্তার (৩০) নামে এক স্কুলশিক্ষিকা নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও দুইজন।

শুক্রবার (১৫ জুলাই) বিকেলে কিশোরগঞ্জ-তাড়াইল সড়কের উপজেলার দড়ি জাহাঙ্গীরপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত হ্যাপী আক্তার জেলার ইটনা উপজেলার রায়টুটি পশ্চিমপাড়া গ্রামের জজ মিয়া তালুকদারের স্ত্রী। তিনি রায়টুটি বাজারের রেহেনা কিন্ডারগার্টেন স্কুলের সহকারী শিক্ষিকা হিসেবে ছিলেন।

এছাড়া আহতরা হলেন- তুষা রাণী সরকার (৬০) ও মনছুর মিয়া (২৪)।

স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার বিকেলে কিশোরগঞ্জ-তাড়াইল সড়কের তাড়াইল উপজেলার দড়ি জাহাঙ্গীরপুর এলাকায় সিএনজিচালিত অটোরিকশা ও টমটমের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই হ্যাপী আক্তার মারা যান। এছাড়া আহত তুষা রাণী ও মনছুর মিয়াকে উদ্ধার করে চিকিৎসার জন্য তাড়াইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সড়ক দুর্ঘটনার খবর পেয়ে তাড়াইল থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অটোরিকশা ও টমটমসহ ওই নারীর মরদেহ থানায় নিয়ে যায়।

তাড়াইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জয়নাল আবেদীন সরকার বাংলানিউজকে জানান, এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। অটোরিকশা ও টমটম জব্দ করা হয়েছে। তবে চালকদের আটক করা যায়নি। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ২০৫৭ ঘণ্টা, জুলাই ১৫, ২০২২
এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।