ঢাকা, বুধবার, ১৮ বৈশাখ ১৪৩১, ০১ মে ২০২৪, ২১ শাওয়াল ১৪৪৫

জাতীয়

তজুমদ্দিনে ২৩ কেজি হরিণের মাংসসহ আটক ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৩ ঘণ্টা, জুলাই ১৫, ২০২২
তজুমদ্দিনে ২৩ কেজি হরিণের মাংসসহ আটক ১

ভোলা: ২৩ কেজি হরিণের মাংসসহ ভোলার তজুমদ্দিনে ফয়েজ (৪০) নামে একজনকে আটক করেছে কোস্টগার্ড।
শুক্রবার (১৫ জুলাই) বিকেলে শহীদ সেরনিয়াবাত নামে একটি সি-ট্রাকে অভিযান চালিয়ে হরিণের মাংসসহ তাকে আটক করা হয়।

আটক ফয়েজ উপজেলার কাজিকান্দি গ্রামের কুট্টিমিয়ার ছেলে। কোস্টগার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লে. কেএম শাফিউল কিঞ্জল স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

এতে উল্লেখ করা হয়, গোপন সংবাদের ভিত্তিতে কেস্টগার্ড দক্ষিণ জোনের সদস্যরা মনপুরা-তজুমদ্দিন রুটে চলাচলকারি  শহীদ সেরনিয়াবাত নামে একটি সি-ট্রাকে অভিযান চালায়। এ সময় সি-ট্রাকটিতে তল্লাশি চালিয়ে ২৩ কেজি ৪০০ গ্রাম হরিণে মাংসসহ একজনকে আটক করা হয়। পরে জব্দকৃত মাংস বনবিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২১০২ ঘণ্টা, জুন ১৫ জুলাই, ২০২২
এমএমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।