ঢাকা, বুধবার, ১৮ বৈশাখ ১৪৩১, ০১ মে ২০২৪, ২১ শাওয়াল ১৪৪৫

জাতীয়

গাজীপুরে ফ্লাইওভারের লানচিং গার্ডার গাড়ি থেকে পড়ে শ্রমিক নিহত 

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৭ ঘণ্টা, জুলাই ১৫, ২০২২
গাজীপুরে ফ্লাইওভারের লানচিং গার্ডার গাড়ি থেকে পড়ে শ্রমিক নিহত 

গাজীপুর: গাজীপুরে বিআরটি প্রকল্পের ফ্লাইওভারের লানচিং গার্ডার টেইলার গাড়ি থেকে পড়ে এক শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন।

 

শুক্রবার (১৫ জুলাই) বিকেলে গাজীপুর সিটি করপোরেশনের চান্দনা এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।  

নিহত হলেন- ময়মনসিংহের ধোবাউড়া থানার মধ্যশালকুন এলাকার সিরাজুল ইসলামের ছেলে জিয়াউর রহমান (৩০)।  

পুলিশ ও এলাকাবাসী জানায়, বিআরটি প্রকল্পের ফ্লাইওভারের কাজের লানচিং গার্ডার টেইলার গাড়িতে করে নেওয়া হচ্ছিল। একপর্যায়ে লানচিং গার্ডারটি টেইলার গাড়ি থেকে কাত হয়ে পড়ে যায় এবং শ্রমিক জিয়াউর রহমানের উপর চাপা পড়ে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এসময় আরও একজন আহত হন।  

বাসন থানার উপ-পরিদর্শক (এসআই) মো. সুরুজ্জামান বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।  

বাংলাদেশ সময়: ২১৪৫, জুলাই ১৫, ২০২২ 
আরএস/এসএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।