ঢাকা, বুধবার, ১৮ বৈশাখ ১৪৩১, ০১ মে ২০২৪, ২১ শাওয়াল ১৪৪৫

জাতীয়

রাজবাড়ীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা-মেয়ের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৫৩ ঘণ্টা, জুলাই ১৫, ২০২২
রাজবাড়ীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা-মেয়ের মৃত্যু

রাজবাড়ী: রাজবাড়ীর কালুখালী উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা ও মেয়ের মৃত্যু হয়েছে। শুক্রবার (১৫ জুলাই) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার রতনদিয়া ইউনিয়নের বহরের কালুখালী গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ওই গ্রামের হোসেন আলীর স্ত্রী মর্জিনা বেগম (২৮) ও তার সাড়ে ৩ মাস বয়সী মেয়ে চাঁদনী আক্তার।

প্রতিবেশী সেলিনা বেগম জানান, ঘটনার সময় ভারী বৃষ্টি হচ্ছিল। শিশু তানিয়া তার ভাইয়ের কোলে ছিল। এ সময় তানিয়া দুধ খাওয়ার জন্য কান্নাকাটি শুরু করে। তখন মর্জিনা ছেলের কাছ থেকে তানিয়াকে নিয়ে বুকের দুধ খাওয়ানোর সময় বিদুৎস্পৃষ্ট হয়ে থাকা টিনের বেড়ার সঙ্গে স্পর্শ লাগলে ঘটনাস্থলেই মা ও মেয়ের মৃত্যু হয়।

কালুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হাসান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ২২৫১ ঘণ্টা, জুলাই ১৫, ২০২২
আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।