ঢাকা, মঙ্গলবার, ৭ জ্যৈষ্ঠ ১৪৩১, ২১ মে ২০২৪, ১২ জিলকদ ১৪৪৫

জাতীয়

খুলনায় পানিতে ডুবে মাদরাসা শিক্ষার্থীর মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৩ ঘণ্টা, জুলাই ১৭, ২০২২
খুলনায় পানিতে ডুবে মাদরাসা শিক্ষার্থীর মৃত্যু প্রতীকী ছবি

খুলনা: খুলনায় পুকুরে গোসল করতে গিয়ে আরাফাত (১৩) নামের এক মাদরাসা শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। রোববার (১৭ জুলাই) খুলনা মহানগরীর আইজার মোড় এলাকার একটি পুকুরে ডুবে তার মৃত্যু হয়।

খুলনা সিটি করপোরশনের (কেসিসি) কঞ্জারভেন্সি বিভাগের উচ্চমান সহকারী আনোয়ার হোসেনের বড় ছেলে আরাফাত। সে স্থানীয় ইকরা মাদরাসার হিফজ বিভাগের শিক্ষার্থী ছিল।

কেসিসির সহকারী কঞ্জারভেন্সি অফিসার মোল্লা মারুফ রশিদ বাংলানিউজকে বলেন, দুপুর ১২ টার দিকে ৬ থেকে ৭ জন শিশু কিশোর মিলে আইজার মোড়ের পুকুরে গোসল করতে যায়। এসময় আরাফাত ও তার ছোট ভাই তাদের সঙ্গে যায়। সবাই গোসল করে উঠে আসলে আরাফাত না আসায় ছোট ভাই তাকে খুঁজতে থাকে। পরে প্রতিবেশী ও স্বজনেরা পুকুর থেকে আরাফাতকে উদ্ধার করে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

বাংলাদেশ সময়: ১৭২৩ ঘণ্টা, জুলাই ১৭ , ২০২২

এমআরএম/ ইআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।