ঢাকা, রবিবার, ৯ আষাঢ় ১৪৩১, ২৩ জুন ২০২৪, ১৫ জিলহজ ১৪৪৫

জাতীয়

খুলনায় নগরপরিবহন চালুর দাবি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৮ ঘণ্টা, জুলাই ১৮, ২০২২
খুলনায় নগরপরিবহন চালুর দাবি

খুলনা: খুলনায় নগরপরিবহন চালুর দাবিতে স্মারকলিপি দিয়েছে নিরাপদ সড়ক চাইয়ের (নিসচা) খুলনা মহানগর শাখা ও আগুয়ান-৭১।

সোমবার (১৮ জুলাই) বিকেলে খুলনা জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা প্রশাসক মো. মনিরুজ্জামান তালুকদারের কাছে এ স্মারকলিপি দেওয়া হয়।

স্মারকলিপিতে বলা হয়, খুলনা শহরে নিম্নবিত্ত থেকে শুরু করে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের বসবাস। কিন্তু অত্যন্ত হতাশার বিষয় যে, খুলনা একটি বিভাগীয় শহর হওয়া সত্ত্বেও এখানে নগরপরিবহন (লোকাল বাস) নেই। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বাজারে বছরের পর বছর নগর-পরিবহন চালু না থাকায় সবচেয়ে বেশি বিপাকে পড়েছে স্বল্প আয়ের মানুষ, শিক্ষার্থী ও শ্রমজীবীরা। ইজিবাইক, মাহেন্দ্র ও সিএনজিচালিত অটোরিকশায় যথেচ্ছা ভাড়া আদায়, বেপরোয়া চলাচলে দুর্ঘটনা, চালকদের অসদাচরণ, যানজটসহ নানা রকমের অত্যাচারে নাকাল নগরবাসী। আমরা ইতোপূর্বে দেখেছি ঢাকায় সরকারি উদ্যোগে নগর পরিবহন চালু করতে। কিন্তু এটি অত্যন্ত হতাশার বিষয় যে, বিগত পাঁচ বছরে খুলনায় জনগণের স্বার্থে নগর পরিবহনের মতো মৌলিক বিষয়ে সরকারের কোনো কার্যকরী উদ্যোগ খুলনাবাসীর দৃষ্টিগোচর হয়নি। সুতরাং জনস্বার্থে আগামী এক মাসের (১৭ আগস্ট) মধ্যে সরকারি উদ্যোগে খুলনা শহরে পর্যাপ্ত সংখ্যক দুইতলা বিশিষ্ট বিআরটিসি বাস চালু করার দাবি জানানো হচ্ছে।

যার প্রস্তাবিত রুটসমূহ: রূপসা টু ফুলতলা, রূপসা ব্রিজ-জিরো পয়েন্ট টু বিকেএসপি আটরা, ডুমুরিয়া-গল্লামারী-রেলস্টেশন, ফেরিঘাট-জোড়াগেট-পলিটেকনিক কলেজ-মহসীন কলেজ-পিপলস মিলস-নতুন রাস্তা, শিববাড়ী-সোনাডাঙ্গা-বয়রা-নতুন রাস্তা, রূপসা ব্রিজ -লবণচরা-শিপইয়ার্ড-জজ কোর্ট।

স্মারকলিপি দেওয়ার সময় উপস্থিত ছিলেন নিরাপদ সড়ক চাইয়ের (নিসচা) খুলনা মহানগর শাখার সভাপতি এস এম ইকবাল হোসেন বিপ্লব, সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান মুন্না, সহ-সভাপতি শেখ মো. নাসির উদ্দিন, সহ-সাধারণ সম্পাদক মো. রুহুল আমীন তালুকদার সোহাগ, আগুয়ান-৭১ এর কেন্দ্রীয় সভাপতি মো. আব্দুল্লাহ চৌধুরী, খুলনা জেলা শাখার সভাপতি আবিদ শান্ত, নিসচায়ের যুব বিষয়ক সম্পাদক আফজাল দেওয়ান, কার্যনির্বাহী সদস্য মো. আবু মুছা, মো. শামীম হোসেন, তানিয়া সুলতানা ও মো. আসলাম হোসেন প্রমুখ।  

বাংলাদেশ সময়: ১৯২৮ ঘণ্টা, জুলাই ১৮, ২০২২
এমআরএম/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।