ঢাকা, সোমবার, ২৩ বৈশাখ ১৪৩১, ০৬ মে ২০২৪, ২৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

নওগাঁয় অবৈধভাবে ডিজেল মজুদ, জরিমানা গুণলেন ব্যবসায়ী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩৭ ঘণ্টা, জুলাই ২০, ২০২২
নওগাঁয় অবৈধভাবে ডিজেল মজুদ, জরিমানা গুণলেন ব্যবসায়ী

নওগাঁ: নওগাঁর বদলগাছীতে অবৈধ ডিজেল মজুদের দায়ে এক ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে। এছাড়াও অবৈধ কসমেটিকস বিক্রি এবং মেয়াদোত্তীর্ণ কীটনাশক বিক্রির অপরাধে আরও দুই প্রতিষ্ঠানকে ৪ হাজার টাকা জরিমানা করা হয়।

মঙ্গলবার (১৯ জুলাই) বিকেলে উপজেলার কোলাহাট এলাকায় অভিযান পরিচালনা করে জরিমানা করেন ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর নওগাঁ।

অভিযান পরিচালনা করেন নওগাঁ ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক শামীম হোসেন।

শামীম হোসেন বলেন, মঙ্গলবার দুপুরে উপজেলার কোলাহাট এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এসময় লাইসেন্স ব্যতিরেকে অবৈধভাবে ৮ হাজার লিটার ডিজেল মজুদের দায়ে আলহেরা এন্টারপ্রাইজকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় ওই প্রতিষ্ঠানের মালিককে ৭ কার্য দিবসের মধ্যে তেলের মজুদ লাইসেন্স ও বিস্ফোরক লাইসেন্স করার জন্য আদেশ দেওয়া হয়।

এছাড়াও অবৈধ কসমেটিকস বিক্রয়ের অপরাধে মা-বাবা কসমেটিকসকে ২ হাজার টাকা এবং মেয়াদোত্তীর্ণ কীটনাশক বিক্রয়ের অপরাধে মা-বাবা ট্রেডার্সকে ২ হাজার টাকা জরিমানা করা হয়। জনস্বার্থে এ ধরনের তদারকি অব্যাহত থাকবে বলে জানান তিনি। অভিযানে পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ০৯৩৩ ঘণ্টা, জুলাই ২০, ২০২২
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।