ঢাকা, সোমবার, ২৩ বৈশাখ ১৪৩১, ০৬ মে ২০২৪, ২৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

বাড়ি ফেরার পথে জুমচাষির ওপর ভাল্লুকের আক্রমণ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪৯ ঘণ্টা, জুলাই ২০, ২০২২
বাড়ি ফেরার পথে জুমচাষির ওপর ভাল্লুকের আক্রমণ

বান্দরবান: বান্দরবানের রুমা উপজেলায় উচসিং মারমা (৩৩) নামে এক জুমচাষী ভাল্লুকের আক্রমণে গুরুত্বর আহত হয়েছেন।

মঙ্গলবার (১৯ জুলাই) বিকেলে বান্দরবানের রুমা সদর ইউনিয়নের রিঝুক পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

আহত উচসিং মারমা রুমা উপজেলার ৯ নম্বর ওয়ার্ডের রিঝুক পাড়ার বাসিন্দা।

আহত উচসিং মারমার স্ত্রী মামুইং মারমা বলেন, সকালে নিজ জুমে একা কাজ করতে চলে যান উচসিং মারমা। জুমের কাজ শেষ করে বিকেলের দিকে বাড়ির ফেরার পথে পাহাড়ি বনে লুকিয়ে থাকা একটি ভাল্লুক তাকে আক্রমণ করে। গুরুত্বর জখম নিয়েই তিনি পালিয়ে কিছুদুর চলে আসলে স্থানীয়রা তাকে উদ্ধার করে রুমা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পরে উন্নত চিকিৎসার জন্য বান্দরবান সদর হাসপাতালে পাঠানো হয়।

রুমা সদর ইউপি চেয়ারম্যান শৈমং মারমা বাংলানিউজকে জানান, আহত জুমচাষিকে উদ্ধার করে বান্দরবান সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

এদিকে বান্দরবান সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. শওকত এমরান জানান, প্রাথমিক চিকিৎসা শেষে আহত উচসিং মারমাকে চট্টগ্রামে রেফার করা হয়েছে। তবে অতি দরিদ্রতার কারণে সেখানে না যেতে পেরে বান্দরবান সদর হাসপাতালেই চিকিৎসা নিবেন বলে জানিয়েছে তার পরিবার।

প্রসঙ্গত, বান্দরবানের রুমা উপজেলাসহ বিভিন্ন উপজেলার দুর্গম পাহাড়ে এখনও বসবাস করছে অসংখ্য পাহাড়ি ভাল্লুক। আর এসব ভাল্লুকের আক্রমণে প্রায় সময় বান্দরবানে বেশ কয়েকজন চাষি গুরুত্বর আহত হয়েছেন।

বাংলাদেশ সময়: ০৯৪৭ ঘণ্টা, জুলাই ২০, ২০২২
এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।