ঢাকা, শনিবার, ১৫ আষাঢ় ১৪৩১, ২৯ জুন ২০২৪, ২১ জিলহজ ১৪৪৫

জাতীয়

উত্তরখানে আগুনে একই পরিবারের তিনজন দগ্ধ 

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২০ ঘণ্টা, জুলাই ২১, ২০২২
উত্তরখানে আগুনে একই পরিবারের তিনজন দগ্ধ 

ঢাকা: রাজধানীর উত্তরখানে আগুন লেগে একই পরিবারের তিনজন দগ্ধ হয়েছেন। বৃহস্পতিবার (২১ জুলাই) পুলিশ এ তথ্য নিশ্চিত করেন।

গ্যাস লিকেজ থেকে এ আগুনের সূত্রপাত বলে ধারণা করা হচ্ছে।  

বুধবার (২১ জুলাই) দিনগত রাতে উত্তরখান বড়বাগে একটি টিনসেড বাসায় এই আগুনের ঘটনা ঘটে। রাত আড়াইটার দিকে আহতদের শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটাউটে নিয়ে আসা হয়।

দগ্ধরা হলেন আব্দুল মালেক (৬০), স্ত্রী নাজমা বেগম (৪৫) ও তাদের নাতি সাফওয়ান ইসলাম (৪)।

দগ্ধ সাফওয়ানের মা সামিয় আফরিন জানান, উত্তরখান বড়বাগে তাদের নিজস্ব টিনসেড বাসা। বাসায় লাইন গ্যাস আছে।  

তিনি আরও জানান, গতরাতে ঘর দিয়ে গ্যাসের গন্ধ বের হচ্ছিল। এ সময় বাবা সালাম রান্নাঘরে দিয়াশলাই জ্বালিয়ে দেখতে গেলে সারা ঘরে আগুন ছড়িয়ে পড়ে। ধারণা করা হচ্ছে গ্যাস লাইন লিকেস থেকে এই আগুনের ঘটনা ঘটে।

শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক চিকিৎসক ডা. এসএম আইউব হোসেন জানান, গত রাত আড়াইটার দিকে শিশুসহ তিনজন পোড়া রোগী হাসপাতালে আসে। নাজমা বেগমকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। বাকি দুজনকে ভর্তি আছেন।  

বাংলাদেশ সময়: ১১২০ ঘণ্টা, জুলাই ২১, ২০২২
এজেডএস/এসএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।