ঢাকা, সোমবার, ৩ আষাঢ় ১৪৩১, ১৭ জুন ২০২৪, ০৯ জিলহজ ১৪৪৫

জাতীয়

নিকলী হাওরে ১ পর্যটকের মৃত্যু, ২ জন সংকটাপন্ন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩১ ঘণ্টা, জুলাই ২২, ২০২২
নিকলী হাওরে ১ পর্যটকের মৃত্যু, ২ জন সংকটাপন্ন প্রতীকী ছবি

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের নিকলী হাওরে গোসল করতে নেমে আকাশ (২৬) নামে এক পর্যটকের মৃত্যু হয়েছে।  

এছাড়া তুহিন (২৫) ও হাসিব (২৬) নামে দুই পর্যটককে জীবিত উদ্ধার করে সংকটাপন্ন অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শুক্রবার (২২ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে নিকলী হাওরের কুর্শা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত আকাশ ঢাকার বাড্ডা এলাকার বাসিন্দা। আর জীবিত উদ্ধার হওয়া তুহিন (২৫) কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার মোহাম্মদ আলীর ছেলে ও হাসিবের (২৬) বাড়ি পটুয়াখালী জেলায়।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে নিকলীর হাওরে নৌকা নিয়ে ঘুরতে বের হন আকাশ এবং তার দুই বন্ধু তুহিন ও হাসিব। পরে সকাল সাড়ে ৯টার দিকে তারা এক সঙ্গে হাওরের কুর্শা এলাকায় পানিতে গোসল করতে নামেন। গোসলের একপর্যায়ে তিনজনই পানিতে তলিয়ে যান। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে স্থানীয় লোকজন ও নিকলী ফায়ার সার্ভিসের কর্মীরা আকাশকে মৃত অবস্থায় উদ্ধার করে। এছাড়া তুহিন ও হাসিবকে জীবিত উদ্ধার করে নিকলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করা হয়। তারা সংকটাপন্ন আছেন বলে জানা যায়।

কিশোরগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার মো. আবুজর
গিফারী বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ০২২৫ ঘণ্টা, জুলাই ২২, ২০২২
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।