ঢাকা, সোমবার, ৩ আষাঢ় ১৪৩১, ১৭ জুন ২০২৪, ০৯ জিলহজ ১৪৪৫

জাতীয়

কালীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কলেজছাত্রের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৬ ঘণ্টা, জুলাই ২২, ২০২২
কালীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কলেজছাত্রের মৃত্যু প্রতীকী ছবি

লালমনিরহাট: লালমনিরহাটের কালীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আল-মামুন (২৬) নামে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে।

শুক্রবার (২২ জুলাই) বিকেলে উপজেলার চলবলা ইউনিয়নের শিয়ালখোয়া দোলারপাড় এলাকায় এ ঘটনা ঘটে।

মামুন ওই গ্রামের আব্দুল কাদেরের ছেলে। তিনি লালমনিরহাট সরকারি কলেজের অনার্স দ্বিতীয়বর্ষের ছাত্র বলে জানা গেছে।

পুলিশ ও স্থানীয়রা জানান, বাড়ির পাশের নিচু জমিতে জমে থাকা পানি সেচ দিয়ে পাড়ার বন্ধুরাসহ মাছ ধরছিলেন মামুন। এ সময় সেচ পাম্পের বৈদ্যুতিক লাইন খুলতে গিয়ে তারে স্পর্শ লেগে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন তিনি। স্থানীয়রা বিষয়টি বুঝতে পেয়ে তাকে উদ্ধার করে প্রথমে আদিতমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে রংপুর মেডিক্যাল কলেজ (রমেক) হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

কালীগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম রসুল বাংলানিউজকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ২০৫৫ ঘণ্টা, জুলাই ২২, ২০২২
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।