ঢাকা, শনিবার, ১৫ আষাঢ় ১৪৩১, ২৯ জুন ২০২৪, ২১ জিলহজ ১৪৪৫

জাতীয়

গাংনীতে ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ যুবক গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৮ ঘণ্টা, জুলাই ২৩, ২০২২
গাংনীতে ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ যুবক গ্রেফতার প্রতীকী ছবি

মেহেরপুর: মেহেরপুর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযানে ১২০টি ইয়াবা ট্যাবলেটসহ সৌরভ (২৫) নামের এক মাদক কারবারীকে গ্রেফতার করা হয়েছে।

শুক্রবার (২২ জুলাই) দিবাগত রাতে গাংনী উপজেলার সীমান্তবর্তি কাজিপুর গ্রামের কাচারী পাড়া এলাকা থেকে সৌরভকে গ্রেফতার করে ডিবি পুলিশ।

 

গ্রেফতার হওয়া সৌরভ কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার হরিনগাছী গ্রামের আব্দুল হালিমের ছেলে।
 
মেহেরপুর জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম জানান, গোপন সূত্রে খবর পেয়ে কাজিপুর এলাকায় অভিযান চালানো হয়।  এসময় সৌরভ নামের একজনকে গ্রেফতার করা হয়। পরে তার দেহ তল্লাশি করে ১২০টি ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।  

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে গাংনী থানায় একটি  মামলা দায়ের করা হয়েছে।

বাংলাদেশ সময় : ২১৪৭ ঘণ্টা, ২৩ জুলাই, ২০২২
ইআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।