ঢাকা, রবিবার, ৯ আষাঢ় ১৪৩১, ২৩ জুন ২০২৪, ১৫ জিলহজ ১৪৪৫

জাতীয়

ট্রাক-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৪ ঘণ্টা, জুলাই ২৫, ২০২২
ট্রাক-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ২

নেত্রকোনা: নেত্রকোনার পূর্বধলায় ট্রাক-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন।  

সোমবার (২৫ জুলাই) সকাল সাড়ে ৭টায় শ্যামগঞ্জ-বিরিশিরি আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানান, ট্রাক-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে সুরুজ আলী (৬৫) নামের এক বৃদ্ধ ঘটনাস্থলে মারা যান। পরে স্থানীয়রা অজ্ঞাতনামা দুই ব্যক্তিকে গুরুতর আহত অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে একজনের মৃত্যু হয়।

শ্যামগঞ্জ পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) সাকিব জানান, ট্রাক ও অটোরিকশাটি জব্দ করা হয়েছে। তাদের পরিচয় শনাক্তের জন্য চেষ্টা চলছে।

বাংলাদেশ সময় : ১২৫১ ঘণ্টা, ২৫ জুলাই, ২০২২
ইআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।