ঢাকা, রবিবার, ৯ আষাঢ় ১৪৩১, ২৩ জুন ২০২৪, ১৫ জিলহজ ১৪৪৫

জাতীয়

সিলেটে আগুনে পুড়লো চলন্ত অটোরিকশা

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪২ ঘণ্টা, জুলাই ২৫, ২০২২
সিলেটে আগুনে পুড়লো চলন্ত অটোরিকশা

সিলেট: সিলেটে চলন্ত সিএনজিচালিত অটোরিকশায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

সোমবার (২৫ জুলাই) দুপুরে নগরের মদিনা মার্কেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

 

প্রত্যক্ষদর্শীরা জানান, নগরের উপকণ্ঠ টুকেরবাজার থেকে যাত্রী নিয়ে আম্বরখানায় যাওয়ার পথে সিএনজিচালিত অটোরিকশাটি মদিনা মার্কেট এলাকায় পৌঁছালে চলন্ত অবস্থায় আগুন ধরে যায়। এ সময় চালক ও যাত্রীরা দ্রুত অটোরিকশা থেকে নেমে পড়েন এবং নিরাপদ দুরত্বে অবস্থান করেন। চালক ও যাত্রীরা অল্পের জন্য রক্ষা পেলেও কিছু সময়ের মধ্যেআগুনে অটোরিকশাটি ভস্মীভূত হয়।  

স্থানীয়দের খবর পেয়ে নগরের তালতলা ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে অটোরিকশাটি ভস্মীভূত হয়ে যায়।

বাংলাদেশ সময়: ১৪৪২ ঘণ্টা, জুলাই ২৫, ২০২২
এনইউ/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।