ঢাকা, সোমবার, ৩ আষাঢ় ১৪৩১, ১৭ জুন ২০২৪, ০৯ জিলহজ ১৪৪৫

জাতীয়

শিবচরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গৃহবধূর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৩ ঘণ্টা, জুলাই ২৬, ২০২২
শিবচরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গৃহবধূর মৃত্যু প্রতীকী ছবি

মাদারীপুর: মাদারীপুরের শিবচর উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়েছে আসমা বেগম (৪০) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।  

মঙ্গলবার (২৬ জুলাই) দুপুরের দিকে উপজেলার ভদ্রাসন ইউনিয়নের বেপারীকান্দি গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আসমা ওই এলাকার হুকুম আলী ভূঁইয়ার মেয়ে।  

জানা গেছে, দুপুরে আসমা তার ঘরে থাকা ফ্রিজ খুলতে গেলে বিদ্যুতায়িত হন। গুরুতর আহত হলে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।  

ওই স্বাস্থ্য কমপ্লেক্সর আবাসিক মেডিক্যাল কর্মকর্তা মিঠুন চন্দ্র বিশ্বাস বাংলানিউজকে বলেন, বিদ্যুতায়িত হওয়া এক নারীকে দুপুরে নিয়ে আসা হয়েছিল। কিন্তু আনার আগেই তার মৃত্যু হয়।

শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিরাজ হোসেন বাংলানিউজকে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭১০ ঘণ্টা, জুলাই ২৬, ২০২২
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।