ঢাকা, শনিবার, ১৫ আষাঢ় ১৪৩১, ২৯ জুন ২০২৪, ২১ জিলহজ ১৪৪৫

জাতীয়

আবারও ডি-৮ চেয়ারের দায়িত্বে বাংলাদেশ

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৬ ঘণ্টা, জুলাই ২৭, ২০২২
আবারও ডি-৮ চেয়ারের দায়িত্বে বাংলাদেশ ডি-৮ পররাষ্ট্রমন্ত্রীদের সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন | ছবি: ডিএইচ বাদল

ঢাকা: ৮টি উন্নয়নশীল মুসলিম দেশের জোট ডি-৮ চেয়ারের দায়িত্ব পেয়েছে বাংলাদেশ।

বুধবার (২৭ জুলাই) ডি-৮ পররাষ্ট্রমন্ত্রীদের সম্মেলনে বাংলাদেশ আবারও এক বছরের জন্য ডি-৮ চেয়ারের দায়িত্ব পায়।

ঢাকায় ডি-৮ পররাষ্ট্রমন্ত্রীদের সম্মেলন শেষে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন সাংবাদিকদের জানান, আমাদের একটি সুখবর আছে। বাংলাদেশ আবারও এক বছরের জন্য ডি-৮ এর চেয়ারের দায়িত্ব পেয়েছে।

তিনি বলেন, আগামী এক বছর ডি-৮ চেয়ারের দায়িত্ব নেওয়ার কথা ছিল মিশরের। তবে মিশর এবার কপ-২৭ এর দায়িত্বে রয়েছে। তারা সেটা নিয়ে ব্যস্ত। এ জন্য মিশর ও সকল সদস্য দেশের অনুরোধে আমরা আবার চেয়ারের দায়িত্ব পেয়েছি।

ড. মোমেন আরও বলেন, আজারবাইজান ডি-৮ এর সদস্য পদের জন্য আবেদন করেছে। তবে তাদের সদস্যদের পদ দেওয়ার জন্য কেউ আপত্তি তোলেনি। আজারবাইজানের বিষয়ে পরে সিদ্ধান্ত নেওয়া হবে।

ডি-৮ এর সদস্য দেশ ৮টি। দেশগুলো হলো—বাংলাদেশ, পাকিস্তান, তুরস্ক, মিশর, ইন্দোনেশিয়া, ইরান, নাইজেরিয়া ও মালয়েশিয়া। বুধবার ডি-৮ পররাষ্ট্রমন্ত্রীদের সম্মেলন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চ্যুয়ালি উদ্বোধন করেন।

বাংলাদেশ সময়: ১৬৩৪ ঘণ্টা, জুলাই ২৭, ২০২২
টিআর/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।