ঢাকা, সোমবার, ১১ আষাঢ় ১৪৩১, ২৪ জুন ২০২৪, ১৬ জিলহজ ১৪৪৫

জাতীয়

নিকলীতে অটোরিকশার চাপায় শিশুর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫০ ঘণ্টা, জুলাই ২৭, ২০২২
নিকলীতে অটোরিকশার চাপায় শিশুর মৃত্যু ফাইল ছবি

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের নিকলী উপজেলায় সিএনজি চালিত অটোরিকশার নিচে চাপা পড়ে জারা আক্তার (০৪) নামে একটি শিশুর মৃত্যু হয়েছে।  

বুধবার (২৭ জুলাই) বিকেল সাড়ে ৩টার দিকে নিকলী উপজেলার সদর ইউনিয়নের নগর ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত জারা আক্তার নিকলী উপজেলার সদর ইউনিয়নের নগর অফিসপাড়া গ্রামের জহির উদ্দিনের মেয়ে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার বিকেল সাড়ে ৩টার দিকে নগর ব্রিজের কাছে রাস্তা পার হচ্ছিল জারা। এসময় একটি অটোরিকশা জারাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে নিকলী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ও অটোরিকশাটি জব্দ করে।  

নিকলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মনসুর আলী আরিফ বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করে জানান, এ ব্যাপারে থানায় অপমৃত্যু (ইউডি) মামলা হয়েছে।

বাংলাদেশ সময়: ২১৪৯ ঘণ্টা, জুলাই ২৭, ২০২২
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।