ঢাকা, শনিবার, ১৫ আষাঢ় ১৪৩১, ২৯ জুন ২০২৪, ২১ জিলহজ ১৪৪৫

জাতীয়

১৮ বছর পর যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামি গ্রেফতার! 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫৫ ঘণ্টা, আগস্ট ১, ২০২২
১৮ বছর পর যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামি গ্রেফতার! 

ময়মনসিংহ: ময়মনসিংহে ১৮ বছর পালিয়ে থাকার পর সাইফুল ইসলাম (৪৫) নামে যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত এক আসামি গ্রেফতার হয়েছেন।  

শনিবার (৩০ জুলাই) রাতে ঢাকা মেট্রোপলিটনের দারুস সালাম থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করে র‍্যাপিড অ্যাকশ‍্যন ব‍্যাটালিয়ন (র‍্যাব)-১৪ এর একটি দল।

 

রবিবার (৩১ জুলাই) বিকেলে র‌্যাব-১৪ কোম্পানি অধিনায়ক মেজর আখের মুহম্মদ জয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।  

দণ্ডপ্রাপ্ত সাইফুল ইসলাম ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার হুরবাড়ি এলাকার মৃত মিজান মিয়ার ছেলে।

র‌্যাব জানায়, ১৯৯২ সালের দিকে হুরবাড়ী গ্রামের আব্দুল আউয়ালের সঙ্গে মনোয়ারা আক্তারের বিয়ে হয়৷ বিয়ের পর মনোয়ারা আক্তারকে যৌতুকের দাবিতে নির্যাতন করা হতো।
এরপর ১৯৯৪ সালের ১১ ডিসেম্বর রাতে যৌতুকের দাবিতে আব্দুল আউয়াল, তার দুই বোন শামছুন্নাহার, হাফেজা খাতুন এবং আব্দুল আউয়ালের ভাতিজা সাইফুল ইসলাম সাত মাসের অন্তঃসত্ত্বা মনোয়ারাকে পিটিয়ে হত্যা করেন।  

এদিকে হত্যার ঘটনা ধামাচাপা দিতে মনোয়ারার মুখে বিষ দিয়ে আত্মহত্যা করেছেন বলে প্রচার করেন তারা।  

এ ঘটনায় মনোয়ারার ভাই মো. শহিদুল্লাহ বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেন। এ মামলায় ২০০৪ সালের জানুয়ারি মাসে সাইফুল ইসলামকে যাবজ্জীবন কারাদণ্ড দেন আদালত।  

বাংলাদেশ সময়: ০৯৫২ ঘণ্টা, আগস্ট ১, ২০২২
এসআই


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।