ঢাকা, শনিবার, ১৪ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

জাতীয়

চুয়াডাঙ্গায় খেলনা অস্ত্র দেখিয়ে ছিনতাইয়ের অভিযোগে আটক ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৭ ঘণ্টা, আগস্ট ১, ২০২২
চুয়াডাঙ্গায় খেলনা অস্ত্র দেখিয়ে ছিনতাইয়ের অভিযোগে আটক ১

চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গায় খেলনা অস্ত্র দিয়ে ভয়ভীতি দেখিয়ে ছিনতাইয়ের অভিযোগে আজিমুদ্দীন স্বপন (২১) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।

সোমবার (১ আগস্ট) বেলা ১২টার দিকে সদর উপজেলার দশমাইল এলাকা থেকে তাকে আটক করা হয়।

পরে খেলনা অস্ত্র ও ছিনিয়ে নেওয়া বিভিন্ন জিনিসপত্র তার কাছ থেকে জব্দ করা হয়।

আটক স্বপন সদর উপজেলার দশমী গ্রামের বরকত আলীর ছেলে।

পুলিশ জানায়, দশমাইল এলাকার একটি বিলে বিভিন্ন দর্শনার্থীরা ঘুরতে যান। সোমবার দুপুরে একটি যুগল ওই বিলে ঘুরতে গেলে তাদেরকে জিম্মি করে অস্ত্র দিয়ে ভয়ভীতি দেখায় স্বপন ও তার সহযোগী রবিউল। এ সময় তারা ওই যুগলের কাছ থেকে নগদ টাকা, মোবইল, আংটিসহ বিভিন্ন জিনিসপত্র ছিনিয়ে নেন। পরে স্থানীয় লোকজন বিষয়টি বুঝতে পেরে ওই দুই ছিনতাইকারীকে আটক করে পুলিশের হাতে তুলে দেন।

চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাব্বুর রহমান বাংলানিউজকে জানান, এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। অভিযুক্ত আরও এক জনকে ধরতে অভিযান চালানো হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৭০৬ ঘণ্টা, আগস্ট ০১, ২০২২
এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।