ঢাকা, সোমবার, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১, ২০ মে ২০২৪, ১১ জিলকদ ১৪৪৫

জাতীয়

রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের জোরালো ভূমিকা চাইবো: প্রতিমন্ত্রী

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১১ ঘণ্টা, আগস্ট ৪, ২০২২
রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের জোরালো ভূমিকা চাইবো: প্রতিমন্ত্রী

ঢাকা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেছেন, চীনা পররাষ্ট্রমন্ত্রীর ঢাকা সফরকালে রোহিঙ্গা প্রত্যাবাসনে দেশটির আরও জোরালো ভূমিকা চাইবো।

বৃহস্পতিবার (৪ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এ কথা বলেন।

শাহরিয়ার আলম বলেন, আসিয়ান পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে রোহিঙ্গা ইস্যু তুলে ধরা হয়েছে। চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই এমন একটি সময়ে ঢাকায় আসছেন, তার মাত্র দুই সপ্তাহ আগে আন্তর্জাতিক অপরাধ আদালত রোহিঙ্গা সংকট সমাধানে মিয়ানমারকেই ভূমিকা নেওয়ার নির্দেশ দিয়েছে।

প্রতিমন্ত্রী বলেন, চীনের পররাষ্ট্রমন্ত্রীর ঢাকা সফরকালে আমরা রোহিঙ্গা ইস্যু তুলে ধরে এই সঙ্কটের রাজনৈতিক সমাধান চাইবো।

আগামী ৬ আগস্ট চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই দুই দিনের সফরে ঢাকায় আসছেন।

বাংলাদেশ সময়: ১৯০৭ ঘণ্টা, আগস্ট ০৪, ২০২২
টিআর/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।