ঢাকা, শুক্রবার, ২৭ বৈশাখ ১৪৩১, ১০ মে ২০২৪, ০১ জিলকদ ১৪৪৫

জাতীয়

মানিকগঞ্জে কেমিক্যালে তৈরি দুধ বিক্রি হয় রাজধানীতে!

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২৭ ঘণ্টা, আগস্ট ৫, ২০২২
মানিকগঞ্জে কেমিক্যালে তৈরি দুধ বিক্রি হয় রাজধানীতে!

মানিকগঞ্জ: মানিকগঞ্জে পাউডার, পানি ও কেমিক্যাল দিয়ে বাড়িতেই বানানো হচ্ছে গরুর দুধ এবং প্রতিদিন তা চড়া দামে সরবরাহ করা হচ্ছে ঢাকার বিভিন্ন বাজারে। গ্রামের গরুর খাঁটি দুধের চাহিদা অনেক।

এ সুযোগে কিছু অসাধু ব্যবসায়ী প্রতিনিয়তই ভেজাল দুধ তৈরি করে যাচ্ছেন।

জানা গেছে, রাতের আঁধারে পাউডার, পানি ও কেমিক্যাল দিয়ে প্রতিদিন শত শত লিটার ভেজাল দুধ তৈরি করা হয়। এরপর ড্রামের অর্ধেক ভরা হয় ভেজাল দুধে। সেই ভেজাল দুধে সমপরিমাণ খাঁটি দুধ মিশিয়ে পাঠানো হয় ঢাকায়।

গোপন তথ্যের ভিত্তিতে মঙ্গলবার (০২ আগস্ট) যৌথভাবে অভিযান চালায় উপজেলা প্রশাসন সাটুরিয়া ও জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। অভিযানে ১৫০ লিটারের বেশি নকল দুধসহ মো. আতাউর রহমান নামে এক ব্যবসায়ীকে আটক করা হয়। তিনি প্রায় ছয় বছর ধরে ভেজাল দুধ বিক্রি করে আসছিলেন।

এসময় আতাউর রহমানকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শারমিন আরা।  

অভিযানে নিষিদ্ধ ও অবৈধ প্রসাধনী বিক্রি ও সংরক্ষণ করার দায়ে একটি প্রতিষ্ঠানকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।

বাংলাদেশ সময়: ১১২৪ ঘণ্টা, আগস্ট ৫, ২০২২
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।