ঢাকা, শনিবার, ১৫ আষাঢ় ১৪৩১, ২৯ জুন ২০২৪, ২১ জিলহজ ১৪৪৫

জাতীয়

আটোয়ারীতে ইজিবাইক-মাইক্রোবাস সংঘর্ষে নারীর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪৪ ঘণ্টা, আগস্ট ৬, ২০২২
আটোয়ারীতে ইজিবাইক-মাইক্রোবাস সংঘর্ষে নারীর মৃত্যু

পঞ্চগড়: পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায় ব্যাটারিচালিত ইজিবাইক ও মাইক্রোবাসের সংঘর্ষে পারুল বেগম (৪৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। এ সময় ইজিবাইকে থাকা ছয় বছরের এক শিশুসহ আরও দুই আরোহী আহত হয়েছেন।

শুক্রবার (৫ আগস্ট) রাতে উপজেলা সদরের সিনেমাহল রোড পল্লী বিদ্যুৎ অফিসের পাশে পঞ্চগড়-আটোয়ারী সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত পারুল রাধানগড় প্রধানপাড়া এলাকার দেলোয়ার হোসেনের স্ত্রী।

আটোয়ারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা ঘটনার বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন। তিনি বলেন, রাতে ৮টার দিকে ব্যাটারিচালিত ইজিবাইকে করে পঞ্চগড় থেকে আটোয়ারী আসছিলেন ওই নারী। এ সময় সিনেমাহল রোড পল্লী বিদ্যুৎ অফিসের পাশে পৌঁছালে অপরদিক থেকে আসা একটি মাইক্রোবাসের সাঙ্গে ইজিবাইকের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই পারুলের মৃত্যু হয়। এছাড়া ইজিবাইকে থাকা ছয় বছরের এক শিশু, ইজিবাইকের চালকসহ আরও এক নারী আহত হয়েছেন।

বাংলাদেশ সময়: ০৯৪২ ঘণ্টা, আগস্ট ০৬, ২০২২
এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।