ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

জাতীয়

সোনারগাঁওয়ে ২টি চুনা ফ্যাক্টরির অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৪ ঘণ্টা, আগস্ট ১১, ২০২২
সোনারগাঁওয়ে ২টি চুনা ফ্যাক্টরির অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

 

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পাশে পিরোজপুর ও মেঘনার প্রতাবনগর এলাকায় অভিযান চালিয়ে দু’টি চুনা ফ্যাক্টরির অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।  

 

বৃহস্পতিবার (১১ আগস্ট) সকাল থেকে বিকেল পর্যন্ত অভিযান চালিয়ে গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়।

সোনারগাঁ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ ইব্রাহিমের নেতৃত্বে এ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন অভিযান চলে।

তিতাসের সোনারগাঁও আঞ্চলিক বিপণন বিভাগের উপ-মহাব্যবস্থাপক সুরুজ আলম জানান, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পিরোজপুর ও মেঘনার প্রতাবনগর এলাকায় দু’টি চুনা ফ্যাক্টরিতে উচ্চ চাপসম্পন্ন গ্যাস পাইপ থেকে বাণিজ্যিক অবৈধ গ্যাস সংযোগ নেওয়া হয়েছে। ভ্রাম্যমাণ আদালত অবৈধ সংযোগগুলো বিচ্ছিন্ন করে দেয়। অবৈধ গ্যাস ব্যবহারকারী দুটি ফ্যাক্টরির মালিকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। বাধা আসলেও অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন অভিযান অব্যাহত থাকবে।

গ্যাস সংযোগ বিচ্ছিন্নকালে উপস্থিত ছিলেন, তিতাসের প্রকৌশলী মেজবাহ উদ্দিন আহম্মেদ, প্রকৌশলী রফিকুল ইসলামসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

বাংলাদেশ সময়: ১৮৪৪ ঘণ্টা, আগস্ট ১১, ২০২২
এমআরপি/কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।